এই মৃত্যুর মিছিলে আমিও হয়তো-
হারিয়ে যেতে পারি, ক্ষমা করে দিও।
তোমায় হয়তো অনেক কথা বলার ছিল,
বলা হলো না।আমার অনুপস্থিতি মেনে নিও।
রাগ, অভিমানে ভরা তোমার মন?
তোমাকে আমার বিরক্তি!
উত্তরের খোঁজে ছিলাম জেনো।
জেনো তোমাতে আমার আসক্তি।
এই মৃত্যুর মিছিলে আমিও হয়তো-
হারিয়ে যেতে পারি....
No comments