কবিতার মৃত্যু | শাহরিয়ার সোহাগ | poem by Shahriar Sohag
অবশেষে একটা কবিতার মৃত্যু হল।
কবির কবিতা কবিকে বলল-
সে আর ছন্দ হতে রাজি নয়।
ব্যাচ, মুহূর্তে মিলিয়ে গেল সব ছন্দ।
কবিতার লাইন গুলো অদৃশ্য হল।
তুমি ভালো থেকো কবিতা।
তুমিও ভেবে নিও এ কবির মরণ হয়েছে।
যে কবি তোমায় নিয়ে কবিতা লিখতে ব্যকুল থাকত।
মাঝরাতে এইকবি-
তোমাকে আর বিরক্ত করবে না।
জোর করে তোমাকে রাত জাগিয়ে-
নিরামিষ কন্ঠে তোমায় কবিতা শোনাবে না।
শত বৃষ্টিতেও এখন আর-
এ কবি প্রেমে ভিজবে না।
তুমি ভালো থাকো কবিতা।
আজ একটা মৃত্যুহল।
কবিতার। অথবা কবির।
No comments