Header Ads

কবিতার মৃত্যু | শাহরিয়ার সোহাগ | poem by Shahriar Sohag

কবিতার মৃত্যু, Shahriar Sohag, শাহরিয়ার সোহাগ, romantic bangla poem, bangla poem for love, small bangla poem, short bangla poem, bangla poem collectio

অবশেষে একটা কবিতার মৃত্যু হল।

কবির কবিতা কবিকে বলল-

সে আর ছন্দ হতে রাজি নয়।

ব্যাচ, মুহূর্তে মিলিয়ে গেল সব ছন্দ।

কবিতার লাইন গুলো অদৃশ্য হল।

তুমি ভালো থেকো কবিতা।

তুমিও ভেবে নিও এ কবির মরণ হয়েছে।

যে কবি তোমায় নিয়ে কবিতা লিখতে ব্যকুল থাকত।

মাঝরাতে এইকবি-

তোমাকে আর বিরক্ত করবে না।

জোর করে তোমাকে রাত জাগিয়ে-

নিরামিষ কন্ঠে তোমায় কবিতা শোনাবে না।

শত বৃষ্টিতেও এখন আর-

এ কবি প্রেমে ভিজবে না।

তুমি ভালো থাকো কবিতা।

আজ একটা মৃত্যুহল।

কবিতার। অথবা কবির।


No comments

Powered by Blogger.