ইবনে সিনা থেকে টেস্ট করলে রোগীর রিপোর্ট দেখবেন না প্রফেসার ডা. সংযুক্তা সাহা
ইবনে সিনা থেকে টেস্ট করলে রোগীর রিপোর্ট দেখবেন না প্রফেসার ডা. সংযুক্তা সাহা
ইবনে সিনা হাসপাতাল সকল টেস্টের উপর ফ্লাট ২৫% ডিসকাউন্ট দেয়। এটা রেফারেন্সকারী কোনো % পায় না। ডা. সংযুক্তা সাহার রেফারেন্সে ইবনে সিনা থেকে টেস্ট করালে ২৫% ডাক্তারকে না গিয়ে সেই টাকা কম নেওয়া হয় রোগীর থেকে। তাহলে সেখান থেকে টেস্ট করালে তো ডা. সংযুক্তা সাহার কোনো লাভ হচ্ছে না। তাই তিনি ইবনেসিনা থেকে টেস্ট করালে রিপোর্ট দেখছেন না।
রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতি ও নবজাতকের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত চিকিৎসক সংযুক্তা সাহা এখন ঢাকার ৩টি হাসপাতালে রোগী দেখছেন। দিচ্ছেন চিকিৎসা সেবা ও পরামর্শ।
গত বছর জুন মাসে সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুতে আলোচনায় আসেন ডাক্তার সংযুক্তা। ১৩ বছর তিনি বিএমডিসির নিবন্ধন ছাড়াই রোগী দেখতেন এবং চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন।
বর্তমানে সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল, ইমপালস হসপিটাল ও উত্তরা হাই কেয়ার হসপিটালে ডা. সংযুক্তা সাহার রয়েছে রোগী দেখার চেম্বার। নিয়মিত এই ৩ টা হাসপাতালে রোগী দেখছেন তিনি। প্রয়োজনের বেশি টেস্ট দেওয়া অভিযোগ আছে তার বিরুদ্ধে। এখন যুক্ত হলো পার্সেন্টেজ না পাওয়ায় একটি প্রতিষ্ঠানের রিপোর্ট না দেখার।
No comments