যশোরের বর্তমান সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান এর অপকর্মের প্রমাণ দিন
যশোরের বর্তমান সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান। যশোরে সিভিল সার্জন হিসেবে যোগ দিতে চৌগাছার সাবেক এমপি ও আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা তোফায়েল আহমদের জামাতা ডা. তৌহিদুজ্জামান তুহিন এবং কেশবপুরের সাবেক এমপি খন্দকার আজিজের ডিও লেটার এবং ডা. হাসান যখন রাজশাহী মেডিকেলে পড়তেন সেসময়ের ছাত্রলীগের সভাপতি কর্তৃক ছাত্রলীগ করার প্রত্যয়ণপত্র এবং কুড়িগ্রাম-৪ আসনের সাবেক এমপি নিজের চাচাতো ভাই ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক আইন সম্পাদক বিপ্লব হাসান পলাশের ডিও লেটার নিয়ে আওয়ামী লীগ হয়ে যশোরে যোগদান করেন।
এখন তিনি নাকি পরিচয় দিচ্ছেন, তিনি ছাত্রলীগ করতেন না। অন্য একটি ছাত্র সংগঠন করতেন। যদি অন্য ছাত্র সংগঠনই করবেন তাহলে তিনি আওয়ামী লীগের এতো এমপি ও ছাত্রলীগ নেতার প্রত্যয়ণপত্র নিয়ে সিভিল সার্জন হলেন কেন?
তিনি এখনও যশোরে সিভিল সার্জন আছেন। সিভিল সার্জন অফিসের অধীনে বিভিন্ন স্থানে তিনি নতুন করে আউট সোর্সিং নিয়োগ বাণিজ্য শুরু করেছেন। অথচ আগে আউট সোর্সিংয়ে যারা নিয়োগ পেয়েছে তারাই দীর্ঘ দিন যাবৎ বেতন পায়না বলে আদালতে মামলা করেছে। আউট সোর্সিংয়ে নিয়োগ বাণিজ্যের পাশাপাশি বদলী বাণিজ্যও চলছে অফিসটিতে দেদারছে। বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের বিষয়টি নিয়ে ভাববার অনুরোধ রইলো।
তার আকামকুকামের প্রমাণ কারো কাছে থাকলে দিয়েন। আমরাও জোগাড় করতেছি।
যশোরের বর্তমান সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান এর অপকর্মের প্রমাণ দিন
মেইল shahriarsohag.dc@gmail.com
No comments