বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল || শাহরিয়ার সোহাগ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। দেশের টেস্ট ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ান আমিনুল দীর্ঘদিন ধরে আইসিসির গেম ডেভেলপমেন্টে কাজ করছেন। এবার হাল ধরলেন দেশের ক্রিকেটের।
শুক্রবার (৩০ মে) আমিনুলের বিসিবির সভাপতি হিসেবে নিয়োগের প্রজ্ঞাপন জারি হয়। এই নিয়োগ পেতে তাকে বিসিবির পরিচালক হিসেবে মনোনয়ন দেয় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।
এদিন ক্রিকেট বোর্ডের পরিচালকদের সভায় প্রত্যক্ষ ভোটে ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হন দেশের প্রথম টেস্ট অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।
সদ্য অপসারিত বিসিবি সভাপতি ফারুক আহমদের স্থলাভিষিক্ত হলেন আমিনুল ইসলাম বুলবুল। পরিচালকদের অনাস্থার জেরে ফারুককে বৃহস্পতিবার রাতে সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়।
গত বছরের আগস্টে গণঅভ্যুত্থানের মুখে পড়ে দেশ থেকে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সরকার ও দলের আরও অনেকের মতো পালান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও। পরে অজ্ঞাত স্থান থেকে পদত্যাগ করেন তিনি।
আওয়ামী লীগ সরকারের পতনের পর জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদকে ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে মনোনয়ন দেয় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় বিসিবির পরিচালক হয়ে পরিচালকদের প্রত্যক্ষ ভোটে প্রথমবারের মতো ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছিলেন ফারুক।
দায়িত্ব নেওয়ার নয় মাসের মাথায় পরিচালকদের অনাস্থার কারণে ২৯ মে ফারুক আহমেদের পরিচালক পদ প্রত্যাহার করে নেয় এনএসসি। আর তাতে বিসিবির সভাপতি হিসেবে থাকার যোগ্যতা হারান ফারুক আহমেদ।



No comments