মানুষ -- ভিন্ন চোখে মানুষের গল্প || শাহরিয়ার সোহাগ || পর্ব - ১
মানুষ
ভিন্ন চোখে মানুষের গল্প
শাহরিয়ার সোহাগ
উৎসর্গ
বন্ধু, কলেজের দুইটা বছরে আমরা দুজন দুজনের কলিজার বন্ধু হয়ে গিয়েছিলাম। এরপর আমি ঢাকা কলেজে ভর্তি হলাম। তুই পরিবার নিয়ে ইটালিতে চলে গেলি। তারপর যতবার আসতিস, জমিয়ে আড্ডা হতো আমাদের। দূরত্ব কখনো আমাদের মধ্যে দূরত্ব আনেনি। আমাকে না জানিয়ে হুট করে দেশে এসে বিয়ের দাওয়াত দিয়ে আমাকে সারপ্রাইজ দিলি। আমি আর আবিদা ঢাকাতে তোর গায়ে হলুদের অনুষ্ঠানে গেলাম, মুন্সীগঞ্জে তোর রিসিপশন গেলাম। আমার বাসাতে তোদেরকে দাওয়াত দিলাম। আসতে চেয়ে কদিন পর তুই ইতালিতে চলে গেলি। কথা ছিল দেশে এসে ভাবিকে নিয়ে আমার বাসায় আসবি। আমি, আবিদা, তুই, ভাবি, সবুজ একসাথে সেন্টমার্টিনে যাবো। তারপর তুই ভাবিকে নিয়ে ইতালি চলে যাবি। সাড়ে তিন বছর প্রেমের পর ২০২২ সালের ২৮ জুলাই বিয়ে হলো তোর। বিয়ের মাত্র ১০ মাস পর ২৫ মে, ২০২৩ ইতালিতে সকালে অফিসে গিয়েই এক দুর্ঘটনায় তুই আমাদের সবাইকে ছেড়ে চলে গেলি।
১৫
জুন তোকে যখন দেশে আনা হলো, সেদিনের মত এত বৃষ্টিতে আমি কখনো ভিজিনি। বৃষ্টিতে
ভিজে তোকে বিদায় দিতে আমার ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। তোর ঠান্ডা নিথর দেহটা যখন
কবরে নামালাম, তোর আর আমার সময়গুলো সব চোখে ভাসছিল। ভীতু আমি তোকে শেষ দেখার
সাহসটা পাইনি। আমার চোখে তোর সেই হাসিমুখটা ই লেগে আছে বন্ধু।
রোমান,
বন্ধু আমার। যে কজন বন্ধু আমাকে আগলে রাখতো, তুই তাদেরই একজন। তোকে বহুবার
জড়িয়ে ধরেছি, তবে বলা হয়নি কখনো। এখন তো জড়িয়েও ধরতে পারবো না, বলতেও পারবো না
- আমি তোকে খুব ভালোবাসি।



No comments