Header Ads

ধ্বংসাবশেষ || শাহরিয়ার সোহাগ || Dhonshaboshes || poem by Shahriar Sohag

 

ধ্বংসাবশেষ ||   শাহরিয়ার সোহাগ  || Dhonshaboshes || poem by Shahriar Sohag

ধ্বংসাবশেষ 

তা শতক দুয়েক হবে,
ব্রজেন রায় নির্মাণ করেনব্রজ নিকেতন
সেসময়েও বাঁধানো ছাদ ছিল, চওড়া সিঁড়ি ছিল,
সিঁড়ির ডানদিকে পূজার জন্য তুলসি গাছ ছিল।
বিশাল বড় আর কারুকার্যময় জমিদার বাড়ি,
বাড়িতে অবাধ আনাগনা ছিল
তখনতার সমাজমাথাদের।
দেশ ভাগ, তারপর ভাষা ভাগ।
আজ সেটা দুইশ বছরের ইতিহাস।
সুরকী খুলে পড়ছে, জং পড়া গ্রীল।
দম্ভ নিয়ে মনিবের অস্তিত্ব জানান দিলেও,
আভিজাত্য আর নেই।
আজ তার নাম হল ধ্বংসাবশেষ।

 


কোকিলপেরারী  জমিদারবাড়ি, ঢাকা। 

শাহরিয়ার সোহাগ এর ধ্বংসাবশেষ কবিতা টি ভালো লাগলে শেয়ার করুন 

Dhonshaboshes || poem by Shahriar Sohag    

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা 

No comments

Powered by Blogger.