মহাকাব্য || শাহরিয়ার সোহাগ || Mohakabbo || poem by Shahriar Sohag
মহাকাব্য
তোমাকে সামনে বসিয়ে তোমায় নিয়ে-
লিখতে বসবো মহাকাব্য।
আবারো বসে পড়বে আগের অবস্থায়।
কোমার, মাজা, পিঠে ব্যাথা ঢুকবে,
তবুও তুমি প্রেম নিয়ে বসে রবে আমার মুখোমুখী।
তোমাকে নিয়ে প্রেমের মহাকাব্য লিখবো তাই।
তোমায় ছুঁয়ে প্রেম নেবো নিজের মধ্যে,
দোয়াত কালির মত।
তারপর তা নিংড়ে ফেলবো লেখায়।
ঠিক কতটা ঘন্টা আমাদের এভাবে কাটবে জানি না।
আমি নেশাতুর হবো তোমাতে আর লেখাতে।
আমি সেদিন স্বাধীন।
কলম কিংবা তুমি, কারোর কোনো বাঁধা শুনবো না।
আমি মহাকাব্যিক কবি হয়ে-
তোমায় নিয়ে প্রেমের কবিতা লিখবো।
No comments