Header Ads

মহাকাব্য || শাহরিয়ার সোহাগ || Mohakabbo || poem by Shahriar Sohag

মহাকাব্য, শাহরিয়ার সোহাগ Mohakabbo, poem by Shahriar sohag, bangla poem pic, bangla poem, bangla poem pic, bangla poem collection, bangla poem about


মহাকাব্য

তোমাকে সামনে বসিয়ে তোমায় নিয়ে-
লিখতে বসবো মহাকাব্য।
তুমি নিয়মিত বিরতিতে আমাকে চা কফি এসে দিয়ে-
আবারো বসে পড়বে আগের অবস্থায়।
কোমার, মাজা, পিঠে ব্যাথা ঢুকবে,
তবুও তুমি প্রেম নিয়ে বসে রবে আমার মুখোমুখী।
তোমাকে নিয়ে প্রেমের মহাকাব্য লিখবো তাই।
তোমায় ছুঁয়ে প্রেম নেবো নিজের মধ্যে,
দোয়াত কালির মত।
তারপর তা নিংড়ে ফেলবো লেখায়।
ঠিক কতটা ঘন্টা আমাদের এভাবে কাটবে জানি না।
আমি নেশাতুর হবো তোমাতে আর লেখাতে।
আমি সেদিন স্বাধীন।
কলম কিংবা তুমি, কারোর কোনো বাঁধা শুনবো না।
আমি মহাকাব্যিক কবি হয়ে-
তোমায় নিয়ে প্রেমের কবিতা লিখবো।


মহাকাব্য || শাহরিয়ার সোহাগ || Mohakabbo || poem by Shahriar Sohag

অমর একুশে গ্রন্থমেলা ২০২৪ এ শাহরিয়ার সোহাগ এর নতুন বই "মানুষ"। পাওয়া যাচ্ছে অনার্য, ৪৯৮-৫০১ নং স্টলে। অনলাইনে অর্ডার করতে কল করুন 01745676929 নাম্বারে

অমর একুশে গ্রন্থমেলা ২০২৪ এ শাহরিয়ার সোহাগ এর নতুন বই "মানুষ"। পাওয়া যাচ্ছে অনার্য, ৪৯৮-৫০১ নং স্টলে। অনলাইনে অর্ডার করতে কল করুন 01745676929 নাম্বারে

No comments

Powered by Blogger.