প্রাক্তন || শাহরিয়ার সোহাগ || Prakton || A Novel by Shahriar Sohag
তোমার সমুদ্র পছন্দ। আর আমার ভালো লাগতো পাহাড়। একদিন সন্ধ্যায় হঠাৎ বাহানা করলে তুমি সমুদ্র দেখতে যাবে। পরদিন তোমার অফিস বন্ধ আর সেদিন আমার পকেট গরম। এই দুইয়ে দুইয়ে চার মিলিয়ে তোমাকে সারপ্রাইজ দিতে এক পোশাকেই বেইলী রোড থেকে ফকিরাপুল গেলাম। বাসে চেপে রওনা হলাম সীতাকুণ্ড যাবো বলে। পাহাড়ে তুমি তোমার দেবতাকে পুঁজো দিলে। আর আমি আমার পাহাড়ী দেবীকে নজরবন্দি করে রেখেছিলাম। তারপর দিনের পুরোটা সময় কেটেছে গুলিয়াখালীতে, তোমার প্রিয় সমুদ্রপাড়ে।
No comments