Header Ads

প্রেম করলে || শাহরিয়ার সোহাগ || prem korle || poem by Shahriar Sohag

প্রেম করলে, শাহরিয়ার সোহাগ, prem korle, poem by Shahriar Sohag, Golpota, poem by Shahriar Sohag  bangla poem collection, bangla poem about birthday,


প্রেম করলে খুন হয় নিজের মন,
পচে যায়, পুড়ে যায়।
ভুলেই যাই, নিজের মনও তো কিছু চায়,
অন্যের মনের চাওয়াগুলো পূরণে-
নিজের মন কোথাও যেন মারা যায়।
তারও বোঝা দরকার, আমার সবটাই কি তার?
সবটা জুড়ে থাকে সে, তার জন্যই আমি
তবে নিজের মনের প্রতি নিজের নেই কি অধিকার?

No comments

Powered by Blogger.