Header Ads

প্রাক্তনের সঙ্গে দেখা হলে কী করবেন || শাহরিয়ার সোহাগ

 

প্রাক্তনের সঙ্গে দেখা হলে কী করবেন, Shahriar Sohag, শাহরিয়ার সোহাগ, romantic bangla poem, bangla poem for love, small bangla poem, sh

মানুষ অহরহ প্রেমে পড়ে। কখনও জেনেশুনে, কখনও বা নিজের অজান্তেই। তবে সব ভালোবাসা আবার পূর্ণতা পায় না। অনেক কারণেই বিচ্ছেদ ঘটে সম্পর্কে। এক সময় যাকে ছাড়া একদমই চলত না, সম্পর্ক শেষ হওয়ার পর সেই মানুষটির সঙ্গে বেশিরভাগ ক্ষেত্রেই থাকে না কোনো যোগাযোগ।

তবে চলার পথে কিংবা অন্যান্য যেকোনো ভাবেই পুরোনো সম্পর্কের মানুষটির সঙ্গে পুনরায় দেখা হয়ে যেতেই পারে। সেক্ষেত্রে আসলেই কী করা উচিৎ?

চলুন জেনে নিই প্রাক্তনের সঙ্গে হঠাৎ দেখা হয়ে গেলে যা করণীয় -


১. বন্ধুত্বপূর্ণ আচরণ করুন

ব্রেকআপ যে কারণেই হয়ে থাকুক না কেন, যার কারণেই হয়ে থাকুন না কেন প্রাক্তনের সঙ্গে হঠাৎ দেখা হয়ে গেলে তাকে এড়িয়ে না গিয়ে বন্ধুত্বপূর্ণ আচরণ করাই ভালো। এতে করে মনের ভেতরে কোনো ধরণের অনুভুতি থাকবে না যা আপনার ভবিষ্যৎ জীবনের জন্য ভালো। যিনি চলে গিয়েছেন তিনি তো চলেই গিয়েছেন। তার ওপর রাগ দেখিয়ে এড়িয়ে গিয়ে থাকার অর্থ আপনি এখনো তাকে ভুলতে পারেন নি। বরং এতে আপনারই ক্ষতি হবে।


২. রাগ বা হিংসা দেখাতে যাবেন না

ধরুন কোনো কারণে প্রাক্তনের সঙ্গে ব্রেকআপ হয়েছিল আপনার। কিন্তু তাই বলে হঠাৎ দেখা হলে সেই রাগ ঝাড়বেন তার তো কোনোই প্রয়োজন নেই। এতে করে প্রাক্তন ভাববেন যে আপনি তাকে ভুলতে পারেননি। অথবা যদি প্রাক্তনের সঙ্গে তাদের নতুন প্রেমিক/প্রেমিকার দেখা হয়ে যায় সেক্ষেত্রে হিংসা করাটাও বোকামি। মনে রাখবেন যা হয় তা ভালোর জন্যই হয়।


৩. নিরাপত্তাহীনতায় ভুগবেন না

ধরুন আপনার নতুন প্রেমিক/প্রেমিকা আপনার সঙ্গেই আছেন। এই সময় হঠাৎ প্রাক্তনের সঙ্গে আপনার দেখা হয়ে গেল। এতে করে ভয় পেয়ে যাবেন না যে আপনার নতুন প্রেমিক/প্রেমিকা আপনার সঙ্গে ব্রেকআপ করে ফেলতে পারে। বরং এতে করে আরও উল্টোটাই হতে পারে। ভয় পেয়ে কিংবা নিরাপত্তাহীনতায় ভুগে আপনি নিজেরই ক্ষতি করে ফেলবেন।

২০২৪ সালের গণঅভ্যুত্থানে বীর শহিদ ও অকুতোভয় আন্দোলনকারীদের স্মরণে ও সম্মানে আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে শাহরিয়ার সোহাগ এর নতুন উপন্যাস বাংলা বসন্ত। অর্ডার করতে ক্লিক করুন

৪. নিজের সম্মান বজায় রাখুন

আগে আপনারা একে ওপরের কাছাকাছি ছিলেন। এখন তো আর নেই। তাই বলে নিজের প্রাক্তনকে অসম্মান করে এবং খোঁচা দিয়ে কথা বলবেন না। এতে করে আপনি নিজের সম্মান বজায় রাখতে পারবেন। আপনাদের ব্রেকআপের অবশ্যই কোনো কারণ রয়েছে। দুজনের কারণেই সম্পর্ক নষ্ট হয়ে যায়। তাই শুধুমাত্র তার ওপর দোষ চাপিয়ে দিয়ে ভাববেন না আপনিও অনেক ভালো কাজ করেছেন। চুপচাপ থাকুন। নিজের সম্মান বজায় রাখুন।

No comments

Powered by Blogger.