Header Ads

নতুন মোড় নিচ্ছে ইসরায়েল-সিরিয়ার সম্পর্ক || শাহরিয়ার সোহাগ

 

নতুন মোড় নিচ্ছে ইসরায়েল সিরিয়ার সম্পর্ক, shahriar Sohag, শাহরিয়ার সোহাগ, রাজনীতি, বিশ্লেষণ, বাংলাদেশ, বাংলা বসন্ত, সোহাগ এর লেখালেখি, rajniti, dhaka

দখলদার ইসরায়েল ও সিরিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের লক্ষ্যে একাধিক গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসব আলোচনার মধ্যস্থতা করছে সংযুক্ত আরব আমিরাত ও কাতার, দাবি করেছে ভিন্ন ভিন্ন সূত্র।

সম্প্রতি আজারবাইজানে একটি গোপন বৈঠকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) অপারেশন্স ডিরেক্টরেটের প্রধান মেজর জেনারেল ওদেদ বাসুক সিরিয়ার নতুন সরকারের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই বৈঠকে তুরস্কের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

অন্যদিকে, ইসরায়েলের আরেক সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, এই আলোচনায় মধ্যস্থতার দায়িত্ব পালন করছে কাতার এবং বিষয়টি কয়েক মাস ধরে চলমান।

এদিকে, গত বুধবার সৌদি আরব সফরে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারার সঙ্গে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে তিনি সারাকে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের আহ্বান জানান এবং পরে দাবি করেন, সারা এ বিষয়ে সম্মতি দিয়েছেন।

২০২৪ সালের গণঅভ্যুত্থানে বীর শহিদ ও অকুতোভয় আন্দোলনকারীদের স্মরণে ও সম্মানে আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে শাহরিয়ার সোহাগ এর নতুন উপন্যাস বাংলা বসন্ত। অর্ডার করতে ক্লিক করুন

ইসরায়েল প্রথমে সারার সঙ্গে যোগাযোগ করতে অনিচ্ছুক ছিল, কারণ তিনি এক সময় আল কায়েদার সিরিয়া শাখার সদস্য ছিলেন। তবে বর্তমান পরিস্থিতিতে ইসরায়েল তাদের অবস্থান পরিবর্তন করেছে। তাদের মতে, সারার নেতৃত্বে সিরিয়া ইরানি প্রভাব থেকে সরে আসতে পারে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে পারে।

প্রেসিডেন্ট আহমেদ আল সারা গত মাসে ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত আলোচনা হয়েছে বলে স্বীকার করলেও, কূটনৈতিক সম্পর্কের সম্ভাবনা নিয়ে কোনো মন্তব্য করেননি।

No comments

Powered by Blogger.