তুমি ৮ || শাহরিয়ার সোহাগ || A Poem by Shahriar Sohag
তুমি উড়ে যাবার আগে,
ছুঁয়ে যেও আমার চোখের কোণ,
যখন দুমড়ে মুচড়ে যাবে আমার সবকিছু,
চোখে লাগা তোমার ছোঁয়ার গন্ধ নেবো তখন।
যদি সময় থাকে ঢের,
ধরে রেখো এহাতটা কিছুক্ষন।
ফিরে আসবে কিনা জানিনা, তাই -
তোমার চুমুতে আমার সেচ্ছায় আত্মসমর্পন।
যদি অনাপত্তি থাকে তোমার-
এক শক্ত আলিঙ্গনে আমার ফুসফুসে দিয়ে যেও প্রাণ,
আমি তোমাতেই হারাই, তোমাতেই ডুবি
নাকে আটকে থাক তোমার ঘ্রাণ।
রাত৯.৩৭ | ১৩-৪-২২ | মোহাম্মদপুর, ঢাকা



No comments