Header Ads

কৃষ্ঞচূড়া || শাহরিয়ার সোহাগ || A Poem by Shahriar Sohag

Shahriar Sohag, শাহরিয়ার সোহাগ, romantic bangla poem, bangla poem for love, small bangla poem, short bangla poem, bangla poem collection, bangla poem

তুমি আমার প্রথম প্রেম।

নামের মাঝে কৃষ্ঞ শব্দ থাকলেও-

তুমি সদা রঙিন, যৌবনা।

যখন তুমি কুঁড়িছিলে -

কতটা না লাজুক ছিলে তুমি।

তখন তোমারনভেতরের লাল রঙে -

তোমার ভেতরে জমা থাকা চঞ্চলতা পেয়েছি।

কুঁড়ি পেরিয়ে নিজেকে প্রকাশ করার মুহূর্তে,

কিশোরী তোমাকে অর্জনে -

সামাজিক গর্জনেও পিছপা হইনি।

শুধু তোমাকে ভালোবেসেছি, তাই।

তুমি যখন নিজের প্রতিটা পাপড়ি মেলে ধরলে,

মনে হল রঙিন কাপড়ে নিজেকে মুড়ে রেখেছো, লজ্জায়।

তোমার এরঙে আমি প্রেম খুঁজেছি।

খুঁজেছি তোমার চাওয়া, আবেগ, স্বপ্ন।

বয়সের ভারে এক সময়ের সুন্দরি রমণী -

নিজের কাপড়ের খেয়াল রাখেনা।

তোমার এক একটা পাপড়িও-

এক সময় তোমাকে ছেড়ে যায়,

তোমার বয়সের অযুহাতে।

তবুও আমি তোমাকে ছেড়ে যাবনা।

তুমি আমার প্রথম প্রেম,

কৃষ্ঞচূড়া।


রাত ২টা ৫। --১৭। জিগাতলা, ঢাকা।


No comments

Powered by Blogger.