Header Ads

তুমি আমি || শাহরিয়ার সোহাগ || A Poem by Shahriar Sohag

Shahriar Sohag, শাহরিয়ার সোহাগ, romantic bangla poem, bangla poem for love, small bangla poem, short bangla poem, bangla poem collection, bangla poem

তুমি হলুদ পাখি সেজেছো প্রিয় শাড়িতে,
আমি নিয়মিত গেঞ্জি আর জিন্স।
তুমি খোঁপায় গুঁজেছো ফুল,
ধরেছো আমার হাত শক্ত করে।
হাটছি দুজন ফুটপাত দিয়ে, অনিশ্চয়তায়,
খানিক বিরতিতে ফুটপাতের টংচায়ের দোকানে -
বেঞ্চে পাশাপাশি বসে অল্প চিনিতে চা খাওয়া।
তোমার মনে থাকবে অনেক দিন।
ব্যস্ত শহরে আমরা কি অদ্ভুত রকমের চিন্তা মুক্ত হয়ে -
গল্প করছি বেশ জমিয়ে।

তোমার কাঁধে মাথা রেখে -
তোমার চুলে গুঁজে রাখা বেলীর সুবাস নিচ্ছি বারংবার।
তুমি আমার চুল টেনে দেও।
আমি তোমায় জড়িয়ে রাখি তীব্র ভালোবাসায়।
তুমি আমায় হাত পাখা দিয়ে বাতাস করো।
আমি আয়োজন করে চুমু দিই তোমার কাঁধে।

সত্যি বলো তো !
ভুলতে পারবে এই সময়গুলো কিংবা আমাকে ?
নিজেদের অপূর্ণতায় পূর্ণতা পাবে আগামি।
এখন তুমি আমি তো বেশ আছি।

রাত ২টা ১৫। ১৯--১৯
ধানমন্ডি ১৫, ঢাকা।



২০২৪ সালের গণঅভ্যুত্থানে বীর শহিদ ও অকুতোভয় আন্দোলনকারীদের স্মরণে ও সম্মানে আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে শাহরিয়ার সোহাগ এর নতুন উপন্যাস বাংলা বসন্ত। অর্ডার করতে ক্লিক করুন

No comments

Powered by Blogger.