Header Ads

বাংলা বসন্ত - শাহরিয়ার সোহাগ

 


আরব বসন্তের মূল ভূমিকায় ছিল তরুণেরা, ছাত্ররা। মূল পরিবর্তনকামীও ছিল তারা। আরব দেশগুলোতে রাজনৈতিক, অর্থনৈতিক আর সামাজিক পরিবর্তনের দাবিতে রাস্তায় নেমেছিল হাজার হাজার সাধারন মানুষ, সরকারের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠেছিল প্রতিটা শহরে। সরকারের ব্যাপক নিপীড়ন আর সরকারি বাহিনীর একের পর এক হামলা সত্ত্বেও গণ-আন্দোলন অব্যাহত থাকে, এগিয়ে যেতে থাকে বিপ্লব। সে পথেই কি তবে এগোচ্ছে বাংলাদেশের আন্দোলন? কোনোভাবেই তো দাবিয়ে রাখা যাচ্ছে না এই তরুণদের। ওদের যেন সারা গা ভর্তি কলিজা। চলমান এই বিক্ষোভ, আন্দোলন পুরো দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। রাজপথে অধিকারের দাবিতে আওয়াজ তুলেছে সাধারণ মানুষ। ক্ষমতাসীন দল ও আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে একেকটা শিক্ষার্থী হয়ে উঠেছে যেন জ্বলন্ত টাইম বোমা। এখন কেবল বিস্ফোরণের অপেক্ষা।

অর্ডার করতে মেসেজ দিন এই নম্বরে 

+880 1914 922 369





No comments

Powered by Blogger.