Header Ads

একটা প্রেমের কবিতা || শাহরিয়ার সোহাগ || Ekta Premer Kobita poem by Shahriar Sohag

একটা প্রেমের কবিতা || শাহরিয়ার সোহাগ || Ekta Premer Kobita poem by Shahriar Sohag


আমি যতবার তোমায় দেখতে আসবো,
সঙ্গে আনবো একটা বেলী ফুলের মালা,
আর চুরকুটে একটা প্রেমের কবিতা।
তুমি আমার হাত ধরে কিছুটা সময় বসে থেকো।
আর কিছুক্ষণ পর পর-
মিষ্টি হাসিতে "ভালোবাসি" বলিও।

একদিন আমার প্রস্থানে,
তুমি নিয়ম করে-
আমার চিরকুটের প্রেম গুলো উপলব্ধি করবে।
আমার কয়েকটা কবিতাতে সুর দিয়ে-
তুমি সেগুলো পৌঁছে দিও কোটি প্রাণে।
মিল আর অন্তঃকথা তারা না জানুক-
তোমায় নিয়ে আমার কবিতা আর-
সেই কবিতায় সুর দিয়ে তোমার গাওয়া গান-
মিলিয়ে যাক কন্ঠ থেকে কন্ঠে।
গানের জন্মকথা তারা জানবে না হয়ত। তবে-
আমার লেখাতে তোমার গানগুলো হবে তুমুল জনপ্রিয়।
আমি যতবার তোমায় দেখতে আসবো,
সঙ্গে আনবো একটা বেলী ফুলের মালা,
আর চুরকুটে একটা প্রেমের কবিতা।



শাহরিয়ার সোহাগ এর 'একটা প্রেমের কবিতাকবিতা টি ভালো লাগলে শেয়ার করুন 
Ekta Premer Kobita poem by Shahriar Sohag  

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা


No comments

Powered by Blogger.