Header Ads

যদি বলি ২ || শাহরিয়ার সোহাগ || Jodi Boli poem by Shahriar Sohag

  

যদি বলি || শাহরিয়ার সোহাগ || Jodi Boli poem by Shahriar Sohag

যদি বলি খাইনি রাতে, রাগ করবে কি খুব।
সাঁতরে কি বাঁচাবে আমায়, দিই যদি ডুব।
তুমি এসে খুঁজবে কি আমায় তারাদের ভীড়ে,
হোক শত অভিমান, খাবার সময় ফিরে এসো নীড়ে।

ইচ্ছ করে যদি লুকাই, কান্না করবে কি খুব?
তুমি যাবে না তো আমায় ভুলে?
তোমাকে আমি আমার নায়িকা বানাবো,
তুমি কি আমার সুচিত্রা হবে, আমি উত্তম হলে?

যদি বলি আমি মেঘ হবো,
তুমি আসবে কি আমার বর্ষা হয়ে?
জেনে নাও খুব ভালোবাসি তোমায়-
তুমি হারিয়ে যেওনা ভয়ে।

 


শাহরিয়ার সোহাগ এর 'যদি বলিকবিতা টি ভালো লাগলে শেয়ার করুন 
Jodi Boli poem by Shahriar Sohag  

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা


 

No comments

Powered by Blogger.