Header Ads

এই শহরের প্রেমগুলো || শাহরিয়ার সোহাগ || Ey Shohorer Premgulo poem by Shahriar Sohag

  

এই শহরের প্রেমগুলো || শাহরিয়ার সোহাগ || Ey Shohorer Premgulo poem by Shahriar Sohag

আমি চাই এই শহরের প্রেমগুলো আবার ফিরে আসুক।
প্রেমিকার হাত ধরে প্রেমিক আবারো হেটে বেড়াক
টিএসসিতে, সোহরাওয়ার্দীর মুক্তমঞ্চে, কিংবা রমনায়।
ব্যস্ত প্রেমিক প্রেমিকাকে পাশে রেখেই ব্যস্ততা মিটিয়ে নিক। 
প্রেমিকা আপলক প্রেম ছড়াক প্রেমিকের চোখে।
প্রেমিকাকে দেখতে বাঁধা দেওয়া এলিয়ে পড়া চুলগুলো-

প্রেমিক গুছিয়ে দিক নিদারুন প্রেমে।
প্রেমিক তীব্র প্রেমে এলোমেলো করে দিক প্রেমিকার গোছালো চুল।
প্রেমিকাও প্রেমের প্রতিশোধ নিক।

আবারো তারা একসাথে আকাশ দেখুক।
আকাশ কি কখনো পুরনো হয়?

এক আকাশ কি দুবার দেখা যায়
প্রেমিক তার প্রেমিকার জন্য আবারো অপেক্ষা করুক-

 বাবলুর চায়ের দোকানের সামনে।
যেখানে জায়গা দখল করে এখন সরকার দলের অফিস।
ক্লাস শেষে আবারো তারা হাত ধরে ঘুরে বেড়াক কার্জনে।
লজ্জাতে কিংবা প্রয়োজনে নিজেদের মধ্যে অবস্থানের দূরত্ব রেখে চলুক।
প্রতিটা প্রেমিক তার প্রেমিকাকে বই উপহার দিক।
প্রেমিকা ডুবে যাক নতুন বইয়ের গন্ধে,

প্রেমে আগলে রাখুক প্রেমিকের উপহারগুলো।
আমি চাই এই শহরের প্রেম গুলো থমকে যাক,
সময়গুলো আটকে যাক।
এই শহরের প্রেমগুলো বর্তমানে বন্দি থাক।
আমি চাই এই শহরের প্রেমিকাগুলোও
ফুল আনুক প্রেমিকের জন্য।
কিংবা প্রেমিকার অভিমান ভাঙাতে প্রেমিকও হাজির হোক একগুচ্ছ গোলাপ হাতে।
প্রেমিকাগুলো চুলে হাত বুলিয়ে সোহাগ করুক প্রিয়তমকে।

আমি চাই প্রেমে তিক্ততার অবসান হোক,
জন্ম নিক মুগ্ধতার।
আমি চাই শহুরে প্রেমের জার্নি গুলো দীর্ঘ হোক।
আমি চাই এই শহরে আবারো প্রেম ফিরে আসুক,
অতীতের মত, বর্তমান হয়ে।

 


শাহরিয়ার সোহাগ এর 'এই শহরের প্রেমগুলোকবিতা টি ভালো লাগলে শেয়ার করুন 
Ey Shohorer Premgulo poem by Shahriar Sohag  

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা


 

No comments

Powered by Blogger.