মায়া ২ || শাহরিয়ার সোহাগ || Maya 2 poem by Shahriar Sohag
বালিকা, তোমার অগোছালো চুলে,
আর শাড়ীর সাথে রং মেলনো কপালের মাঝে।
তুমি সাক্ষাৎ দেবী,
তুমি শ্বাশত,
তোমার হাসি আর চোখের সাজে।
নেশাতুর ক্যাফেইন তোমার চোখে,
আর ঠোঁট হিরোইনে ধোঁয়া,
তোমার কাঁধ, তোমার চুল,
তোমার সমস্তটাই আমার কাছে যেন মায়া।
শাহরিয়ার সোহাগ এর 'মায়া ২' কবিতা
টি ভালো লাগলে শেয়ার করুন
Maya 2 poem by
Shahriar Sohag
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা
.webp)

No comments