Header Ads

মায়া ২ || শাহরিয়ার সোহাগ || Maya 2 poem by Shahriar Sohag

মায়া || শাহরিয়ার সোহাগ


বালিকা, তোমার অগোছালো চুলে,
আর শাড়ীর সাথে রং মেলনো কপালের মাঝে।
তুমি সাক্ষাৎ দেবী, তুমি শ্বাশত,
তোমার হাসি আর চোখের সাজে।

নেশাতুর ক্যাফেইন তোমার চোখে,
আর ঠোঁট হিরোইনে ধোঁয়া,
তোমার কাঁধ, তোমার চুল,
তোমার সমস্তটাই আমার কাছে যেন মায়া।

 


শাহরিয়ার সোহাগ এর 'মায়া ২কবিতা টি ভালো লাগলে শেয়ার করুন 
Maya 2 poem by Shahriar Sohag 


শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা


 

 

 

No comments

Powered by Blogger.