Header Ads

তুমি যদি কাঁদো || শাহরিয়ার সোহাগ || Jodi poem by Shahriar Sohag

 

যদি || শাহরিয়ার সোহাগ || Jodi poem by Shahriar Sohag

তুমি যদি কাঁদো এই শহুরে আকাশ আবার হবে কালো।
তুমি হাসলেি এই পৃথিবী আবার হয়ে উঠবে ভালো।
তুমি যদি বলো উঠবে আবার-
বাবলুর চায়ের কাপে ঝড়।
তুমি যদি চাও ভাগ করে খাবো-
টি ফ্যাক্টরির চীজ দেওয়া মিনি বার্গার।

তার আগে ফিরে আসুক, আগের পৃথিবী আমাদের।
একে একে স্বাদ নেবো- গলির মোড়ের ফুচকা,
বিএফসির চিকেন, আর চটপটি ঢাকা মেডিকেলের।

দুজনের আকাশ আজ একটা আছে,
তবু দেহ দুটোর মাঝে দূরত্ব ভীষণ।
সুস্থ তল্লাটে যদি বেঁচে ফিরি তবে,
দুজনে করবো সেদিন মুক্তি আর বিজয়ের আলিঙ্গন।

 



শাহরিয়ার সোহাগ এর 'যদিকবিতা টি ভালো লাগলে শেয়ার করুন 
Jodi poem by Shahriar Sohag  

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা


 

No comments

Powered by Blogger.