বছর কুড়ি পর || শাহরিয়ার সোহাগ || Bocor Kuri por poem by Shahriar Sohag
বছর কুড়ি পর চেনা গলিপথ, মনের বসত ভিটা,
সবই বদলে যাবে সময়ের নিয়মে,
বয়সের ভারে নুইয়ে পড়ে, চামড়ার ভাজ মুখে
তবুও যেন বদলাবে না কিছুই,
স্মৃতি রোমন্থন হবে প্রেমে।
বছর কুড়ি পর তখনকার ব্যস্ত শহরে,
তুমি নিজেকে বেশ গুছিয়ে নিয়েছো ততদিনে,
আমিও আমার জগৎটাকে আমার মত সাজিয়ে,
আমি ছন্নছাড়া কবি,
তবে তোমার ছবি একেঁ রাখবো ওমনে।
বছর কুড়ি পর বিশাল পরিবর্তনে তুমি বেশ থাকবে,
তখন আমি তোমার প্রিয়জন থেকে হবো পরিচিত লোক।
বছর কুড়ি পর আবার আমাদের দেখা হোক,
মিনিট কয়েক আটকে থাকুক ঝাপসা চারটে চোখ।
শাহরিয়ার সোহাগ এর 'বছর কুড়ি পর' কবিতা
টি ভালো লাগলে শেয়ার করুন
Bocor Kuri por poem by
Shahriar Sohag
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা


No comments