Header Ads

এই শহরে || শাহরিয়ার সোহাগ || Ey shohore poem by Shahriar Sohag

এই শহরে || শাহরিয়ার সোহাগ || Ey shohore poem by Shahriar Sohag


কলোনীর কুকুর গুলো মাঝ রাতে জেগে আছে
তুমি আমি জেগে আছি গল্পে
তুমি আমার সাথে গল্পে মেতেছো,
কখনো বা হাসছো

ব্যস্ত এই শহরে এখন নিস্তব্ধতায় ঘেরা,
চুপচাপ নিরাবতায় তোমার আমার ফিসফাস গল্প।
আরাম কেদায় বসে হাত নাড়িয়ে তোমার চঞ্চলতা,
তোমার প্রতি ক্রমেই বাড়ে আমার দূর্বলতা।

খোলা কাঁধে তোমার বাঁধা চুল,
টিপ কিংবা হাতের চুড়ি,
সৃষ্টিকর্তারর অপার সৌন্দর্য তুমি,
তোমায় ভেবেই আমার সময় কাটে।

 


শাহরিয়ার সোহাগ এর 'এই শহরেকবিতা টি ভালো লাগলে শেয়ার করুন 
Ey shohore poem by Shahriar Sohag  

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা


 

 

No comments

Powered by Blogger.