Header Ads

তোমার শহরে ১ || শাহরিয়ার সোহাগ || Tomar Shohore 1 poem by Shahriar Sohag



তোমার  শহরে ১ ||  শাহরিয়ার সোহাগ || Tomar Shohore 1 poem by Shahriar Sohag

একসময় সন্ধ্যে নামবে তোমার শহরে-
আমি তোমার বাসার গলিতে চায়ের কাপ হাতে,
তুমি ঘুম থেকে উঠে সতেজ চোখে-
আমার জন্য বের হবে।

আমি তোমার শহরের সন্ধ্যেবেলায়-
তোমায় নিয়ে ঘুরবো হুট তোলা রিক্সায়।
কাপের চা শেষ হয়, নতুন কাপে চুম্বন অনুশীলন করি,
খানিক পর তোমায় চুম্বন করবো বলে।

তোমার শহরে অন্ধকার নামে,
ল্যাম্পপোস্টে লাইট জ্বলে,
তোমার শহরে সন্ধ্যে নামে।
আর কবি এই শহরের ফুটপাতে বসে-
তোমায় ভেবে কবিতা লেখে।

 

 শাহরিয়ার সোহাগ এর 'তোমার  শহরে ১কবিতা টি ভালো লাগলে শেয়ার করুন 

Tomar Shohore 1 poem by Shahriar Sohag  

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা


 

 

No comments

Powered by Blogger.