তোমার শহরে ১ || শাহরিয়ার সোহাগ || Tomar Shohore 1 poem by Shahriar Sohag
একসময় সন্ধ্যে নামবে তোমার শহরে-
আমি তোমার বাসার গলিতে চায়ের কাপ হাতে,
তুমি ঘুম থেকে উঠে সতেজ চোখে-
আমার জন্য বের হবে।
আমি তোমার শহরের সন্ধ্যেবেলায়-
তোমায় নিয়ে ঘুরবো হুট তোলা রিক্সায়।
কাপের চা শেষ হয়, নতুন কাপে চুম্বন অনুশীলন করি,
খানিক পর তোমায় চুম্বন করবো বলে।
তোমার শহরে অন্ধকার নামে,
ল্যাম্পপোস্টে লাইট জ্বলে,
তোমার শহরে সন্ধ্যে নামে।
আর কবি এই শহরের ফুটপাতে বসে-
তোমায় ভেবে কবিতা লেখে।
Tomar Shohore 1 poem by Shahriar Sohag
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা
.webp)

No comments