প্রেম বিলাস - ১ || শাহরিয়ার সোহাগ || Prem Bilash 1 poem by Shahriar Sohag
সাদাকালো পোশাকে তুমি আমার
ষাটের দশকের সুচিত্রা সেন।
যদি যাই তারো অতীতে,
তুমি হবে তবে নাটরের বনলতা সেন।
তোমার টিপ,
কাজল কালো চোখ,
কিংবা ঠোঁটের হালকা রঙের লিপস্টিক।
তোমার খোলাচুল, কিংবা শব্দময় হাসি-
আমি প্রেমে ডুবি আকস্মিক।
তোমার হাত ধরে হাটা,
তোমায় জড়িয়ে ধরে চুমু তোমার চোয়ালে-
রিক্সায় তোমায় শক্ত করে ধরা,
চুম্বন আঁকি লোকচক্ষুর আড়ালে।
অতঃপর এর প্রেম বিলাসের কাব্যলেখা...
শাহরিয়ার সোহাগ এর 'প্রেম বিলাস - ১' কবিতা
টি ভালো লাগলে শেয়ার করুন
Prem Bilash 1 poem by
Shahriar Sohag
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা


No comments