প্রেম বিলাস - ২ || শাহরিয়ার সোহাগ || Prem Bilash - 2 poem by Shahriar Sohag
কি নিদারুন মায়ায়-
তুমি জড়ালে আমায়,
কতশত স্মৃতিময় সময়,
মিশেছি তোমারো ভালোবাসায়।
ভাবো তো এমন সন্ধ্যে রাতে,
আমি রেখেছিলাম হাত তোমারো হাতে।
তোমার রাঙামুখ- লজ্জাতে,
তুমি আদরে ভাসিয়েছো আমায় চোয়াল চুমুতে।
আমি তোমার ঠোঁটে ছুয়েছিলাম ঠোঁট,
তাতে তুমি বাঁধা দিয়েছো ঠিকই, প্রতিবাদ করোনি।
জানি এটা তোমার নিরব সম্মতির বহিঃপ্রকাশ।
সবমিলে সময়টা ভালো গেছে বেশ।
গোপনে জন্ম নিয়েছে-
এক প্রেম বিলাশের কবিতা।
শাহরিয়ার সোহাগ এর 'প্রেম বিলাস - ২' কবিতা
টি ভালো লাগলে শেয়ার করুন
Prem Bilash - 2 poem by
Shahriar Sohag
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা


No comments