Header Ads

গল্পটা || শাহরিয়ার সোহাগ || Golpota || poem by Shahriar Sohag

bangla poem pic,গল্পটা, শাহরিয়ার সোহাগ, Golpota, poem by Shahriar Sohag  bangla poem collection, bangla poem about birthday, small poem


যদি গল্পটা এমন হত-
তুমি হলুদ শাড়িতে, কানে লাল গোলাপ গুঁজে,
কপালে টিপ, চোখ ভর্তি কাজল,
আর মুখভর্তি মায়া নিয়ে
ঠোঁটে প্রেম আর চোখের পাপড়িতে আবেগ নিয়ে-
কানে দুল আর দুহাত ভর্তি চুড়িতে সেজে,
আমার জন্য অপেক্ষায় আছো এই শহরে।
গল্পের বাকি অংশটা যদি এমন হয়-
আমি নীল পাঞ্জাবি পরে,
দুহাত ভরে তোমার প্রিয় বেলী ফুল এনেছি শুধুই তোমার জন্য।
তোমার আমার এমন দেখাতে -
যদি বৃষ্টি নামে আকাশ ভেঙে,
তুমি কি তবে গল্পের বাকি অংশে-
ভিজবে আমার হাত ধরে এই শহরে?
তোমার চুল বেয়ে গড়িয়ে পড়া প্রতি ফোটা পানিতে-
আমি তবে প্রেম খুঁজবো গল্পের শেষ অংশে।
বালিকা, আমার সাথে এমন একটা গল্প লিখবে?

রাত ১২.১২। ২৫-৫-১৯। ধানমন্ডি ১৫, ঢাকা।

অমর একুশে গ্রন্থমেলা ২০২৪ এ শাহরিয়ার সোহাগ এর নতুন বই "মানুষ"। পাওয়া যাচ্ছে অনার্য, ৪৯৮-৫০১ নং স্টলে। অনলাইনে অর্ডার করতে কল করুন 01745676929 নাম্বারে

অমর একুশে গ্রন্থমেলা ২০২৪ এ শাহরিয়ার সোহাগ এর নতুন বই "মানুষ"। অনলাইনে অর্ডার করতে কল করুন 01745676929 নাম্বারে

 

গল্পটা || শাহরিয়ার সোহাগ || Golpota || poem by Shahriar Sohag  

ভালো লাগলে শেয়ার করুন 

No comments

Powered by Blogger.