কে আমি || শাহরিয়ার সোহাগ || Ke Ami || poem by Shahriar Sohag
আমাকে জড়িয়ে ধরলেই-
মেঘ হয়ে যাবে তোমার শত বেদনার পাহাড়।
তোমার কপালে আমার চুমুতে-
আমার আদরে শুকাবে তোমার চোখের পানি,
তোমার মুখে ফুটবে কালজয়ী হাসি।
তোমার গোছালো চুল আমার হাতের ছোঁয়ায়-
এলোমেলো হবে। চঞ্চলতা ফিরে পাবে তুমি।
আমি কে? আমি তোমার ওষুধ, অথবা তাবিজ।
সে যা ই বলো। আমাকে তোমার সাথে মিশিয়ে রেখো।
নিয়ম করে আমার আদর খেয়ো ওষুধের মত।
অথবা তাবিজের মত জড়িয়ে রাখো তোমার সাথে।
দুপুর ১২ টা | ১২-১-২১ | ধানমন্ডি ১৯, ঢাকা।
No comments