Header Ads

কে আমি || শাহরিয়ার সোহাগ || Ke Ami || poem by Shahriar Sohag

কে আমি, Ke Ami, Shahriar Sohag, শাহরিয়ার সোহাগ, bangla poem child, bangla poem site, bangla poem, rag day bangla poem,


আমাকে জড়িয়ে ধরলেই-
মেঘ হয়ে যাবে তোমার শত বেদনার পাহাড়।
তোমার কপালে আমার চুমুতে-
উড়ে যাবে তোমার সব মন খারাপ।
আমার আদরে শুকাবে তোমার চোখের পানি,
তোমার মুখে ফুটবে কালজয়ী হাসি।
তোমার গোছালো চুল আমার হাতের ছোঁয়ায়-
এলোমেলো হবে। চঞ্চলতা ফিরে পাবে তুমি।
আমি কে? আমি তোমার ওষুধ, অথবা তাবিজ।
সে যা ই বলো। আমাকে তোমার সাথে মিশিয়ে রেখো।
নিয়ম করে আমার আদর খেয়ো ওষুধের মত।
অথবা তাবিজের মত জড়িয়ে রাখো তোমার সাথে।

দুপুর ১২ টা | ১২-১-২১ | ধানমন্ডি ১৯, ঢাকা।

অমর একুশে গ্রন্থমেলা ২০২৪ এ শাহরিয়ার সোহাগ এর নতুন বই "মানুষ"। পাওয়া যাচ্ছে অনার্য, ৪৯৮-৫০১ নং স্টলে। অনলাইনে অর্ডার করতে কল করুন 01745676929 নাম্বারে

অমর একুশে গ্রন্থমেলা ২০২৪ এ শাহরিয়ার সোহাগ এর নতুন বই "মানুষ"। পাওয়া যাচ্ছে অনার্য, ৪৯৮-৫০১ নং স্টলে। অনলাইনে অর্ডার করতে কল করুন 01745676929 নাম্বারে


কে আমি || শাহরিয়ার সোহাগ || Ke Ami || poem by Shahriar Sohag   

ভালো লাগলে শেয়ার করুন 

No comments

Powered by Blogger.