মেঘ || শাহরিয়ার সোহাগ || Megh || poem by Shahriar Sohag
তুমি ফুল হয়ে ঝরে না পড়ে মেঘ হয়ে থেকে যাও আকাশের কোনো এক কোণে,
তবে থেকে যেও আমার চোখের গন্ডিতে,
যেন চাইলেই দেখা হয় তোমার সনে।
কবিতার খাপছাড়া ছন্দে, কিংবা বেসুঁরো গানে।
আমি সবখানেই চাই অস্তিত্ব তোমার,
চায়ের কাপে, কুলফি মালাইয়ে, ফুসচার টকে,
সবখানে লেগে থাক চুমু, তোমার আমার ভালোবাসার।
No comments