Header Ads

আক্ষেপ || শাহরিয়ার সোহাগ || Akhep || poem by Shahriar Sohag

আক্ষেপ, শাহরিয়ার সোহাগ Akhep, poem by Shahriar sohag, bangla poem pic, bangla poem collection, bangla poem birthday, small bangla poem, romantic


একদিন আমি তোমার প্রচন্ড রকমের আক্ষেপ হবো।
আক্ষেপের কি আগুন হয়?
তবে তুমি আক্ষেপের আগুনে পুড়ে ছাই হবে।
আমার সাথে দেখা করা, কথা বলা, কিংবা আড্ডা।
হাত ধরে হাটা কিংবা রিক্সায় বসে থাকা।
এই সময়গুলো তোমাকে উলোটপালোট করতে যথেষ্ট।
আমাকে ভুলে যে তুমি খুব ভালো থাকবে,
এমন বিশ্বাস করাটা বোকামি।
আমাকে তুমি কখনোই ভুলতে পারবে না।
আমাকে ভুলতে আমার বই ছুঁড়ে ফেলে দেবে তুমি,
আমার সাথে তোমার ছবি ছিড়ে ফেলবে,
ফোন নাম্বারটাও মুছে ফেলবে আমাকে ভুলতে।
তবে পারবে না, আমি বারবার আসবো।
তোমার সাথে আমার যে সহস্র সময়,
চাইলেই কি সব ভুলে থাকতে পারবে তুমি?
পারবে না। আমি ফিরে আসবো সেই সময়ের নৌকোয়।
তারপর ভাসবো প্রেমে, যেভাবে ভেসেছিলাম বুড়িগঙ্গায়।
যোগাযোগ করতে চেয়েও পারবে না,
দেখতে চেয়েও দেখতে পারবে না।
তখন আমি তোমার আক্ষেপ হবো, দেখো।


আক্ষেপ || শাহরিয়ার সোহাগ || Akhep || poem by Shahriar Sohag  

ভালো লাগলে শেয়ার করুন 

No comments

Powered by Blogger.