প্রেমের প্যারিস রোড || শাহরিয়ার সোহাগ || Premer Parish Road|| poem by Shahriar Sohag
তোমার আমার আজ প্রথম দেখা হল,
গল্পে গল্পে হেটে চললাম প্রেমের প্যারিস রোডে।
টুকিটাকির সামনে অফুরন্ত চায়ের আড্ডা।
খানিক পর তালা বন্ধ তোমার পদচারনার রুমগুলো-
ঘুরিয়ে দেখালে আমায়।
আনমনেই হেটে চলতে গিয়ে ভাবলাম,
দুজন মিলে সামনাসামনি বসে-
ভর্তা দিয়ে ধোঁয়াওঠা চিতই খাব।
রোকেয়ার সামনে বসে ল্যাম্পপোস্টের আলোতে-
মুখোমুখি বসার সময়টা মনে থাকবে।
রাতে তোমার ক্যাম্পাসে-
আমাকে পাশে নিয়ে ঘুরে দেখালে।
প্রথম দেখার স্মৃতিকরে-
আমায় উপহার দিলে পুতুল নাচের ইতিকথা।
অল্প সময়ের কথা বলে-
অনেকটা সময় আমরা গল্পে মেতেছিলাম।
দুষ্টুমি, আড্ডার সময়টা বেশ কেটেছে আমার।
এই প্যারিস রোড শত প্রেমের মাঝে-
আমাদের এই প্রেমহীন প্রেমের সাক্ষী হোক।
No comments