প্রেমের প্যারিস রোড || শাহরিয়ার সোহাগ || Premer Parish Road|| poem by Shahriar Sohag
প্রেমের প্যারিস রোড
তোমার আমার আজ প্রথম দেখা হল,
গল্পে গল্পে হেটে চললাম প্রেমের প্যারিস রোডে।
টুকিটাকির সামনে অফুরন্ত চায়ের আড্ডা।
খানিক পর তালা বন্ধ তোমার পদচারনার রুমগুলো-
ঘুরিয়ে দেখালে আমায়।
আনমনেই হেটে চলতে গিয়ে ভাবলাম,
দুজন মিলে সামনাসামনি বসে-
ভর্তা দিয়ে ধোঁয়াওঠা চিতই খাব।
রোকেয়ার সামনে বসে ল্যাম্পপোস্টের আলোতে-
মুখোমুখি বসার সময়টা মনে থাকবে।
রাতে তোমার ক্যাম্পাসে-
আমাকে পাশে নিয়ে ঘুরে দেখালে।
প্রথম দেখার স্মৃতিকরে-
আমায় উপহার দিলে পুতুল নাচের ইতিকথা।
অল্প সময়ের কথা বলে-
অনেকটা সময় আমরা গল্পে মেতেছিলাম।
দুষ্টুমি, আড্ডার সময়টা বেশ কেটেছে আমার।
এই প্যারিস রোড শত প্রেমের মাঝে-
আমাদের এই প্রেমহীন প্রেমের সাক্ষী হোক।



No comments