এক সমুদ্র প্রেম || শাহরিয়ার সোহাগ || Ek Somudro Prem || poem by Shahriar Sohag
এক সমুদ্র প্রেম || শাহরিয়ার সোহাগ
তোমার আমার যেদিন প্রথম দেখা হলো,
সেদিন রোদ না ওঠা আকাশ কালো হয়ে এক পশলা বৃষ্টি হয়েছিল।
আমার সোডিয়াম বাতি।
হলুদ শাড়িতে তুমি এক সমুদ্র স্নিগ্ধতা নিয়ে এলে।
বাতাসহীন শহরে শীত চেপেছে।
বৃষ্টির ঠান্ডা ফোঁটা আমাকে প্রেমিক বানিয়ে তুলছে।
আমি যতটা মনোযোগে তোমাকে দেখছিলাম,
পরীক্ষার আগেও এত মনোযোগে কোনো বই পড়িনি কখনো।
আমি যেন তোমার স্নিগ্ধতা মুখস্ত করছিলাম।
তোমার মায়াবী দুটো চোখ, তোমার হাসি,
তোমায় দরদ ভরা কন্ঠে কবিতা আর গান,
আমি যেন বারবার ডুবে যাচ্ছিলাম তোমাতে,
আমি বারবার কবিতা খুঁজছিলাম তোমার মাঝে।
পেয়েছি। আমি পেয়েছি। কবিতার ছন্দ পেয়েছি আমি।
যে ছন্দে এক সমুদ্র কবিতা লেখা যায়।
No comments