শাহরিয়ার সোহাগ এর নতুন উপন্যাস "মানুষ"
ছোট্ট এই দ্বীপে মানুষের যেমন বসবাস, তেমনি অসংখ্য প্রাণীরও বসবাস এখানে। তবে এই জায়গা, পরিবেশ, পানি সবকিছু একান্ত নিজেদের দাবি করা মানুষ ইচ্ছামত সেসব ব্যবহার, অপব্যবহার করে দুর্বিষহ করে তু্লেছে বাকি প্রানীদের জীবন। প্রকৃতি একটা ছন্দে বহমান। তবে তার ছন্দপতন হলে সবচে ক্ষতি যে মানুষের ই হবে, সেটা কি তারা জানে?
ইশি, ইকি, টুকি, তাহি, গুলু এই দ্বীপে বাস করা পাঁচ বন্ধু। যারা মানুষের দয়াতে বাঁচতে চায়, তবে এই দ্বীপে বাস করা কিংবা ঘুরতে আসা মানুষগুলো কেমন যেন, শুধু নিজের কথা ভাবে। নিজের পছন্দের মানু্ষ ছাড়া অন্য মানুষও তাদের কাছে মূল্যহীন। সেখানে সৃষ্টির বাকি প্রাণগুলোও যে তার কাছে মূল্যহীন হবে সেটা স্বাভাবিক।
ওদের পাঁচ বন্ধু কেবল চা দোকানী জাকিরকেই ভালোমানুষ বলতে রাজি। বাকি মানুষদেরকে নিয়ে ওদের অনেক অভিযোগ। মানুষ উপন্যাসে ভিন্ন চোখে এসব মানুষের গল্প ই বলা হয়েছে। বই ও পশুপাখি প্রেমীদের কাছে এ এক ভিন্ন স্বাদের গল্প।
শাহরিয়ার সোহাগ এর নতুন উপন্যাস "মানুষ" - ভিন্ন চোখে মানুষের গল্প। অর্ডার করতে 01745676929 নাম্বারে আপনার নাম, ঠিকানা, কনটাক্ট নাম্বার লিখে ক্ষুদেবার্তা পাঠান।
No comments