Header Ads

শাহরিয়ার সোহাগ এর নতুন উপন্যাস "মানুষ"

শাহরিয়ার সোহাগ এর নতুন উপন্যাস "মানুষ", Books, Writer, slider,প্রাক্তন, prakton, Shahriar Sohag, শাহরিয়ার সোহাগ, romantic story, bangla story,


ছোট্ট এই দ্বীপে মানুষের যেমন বসবাস, তেমনি অসংখ্য প্রাণীরও বসবাস এখানে। তবে এই জায়গা, পরিবেশ, পানি সবকিছু একান্ত নিজেদের দাবি করা মানুষ ইচ্ছামত সেসব ব্যবহার, অপব্যবহার করে দুর্বিষহ করে তু্লেছে বাকি প্রানীদের জীবন। প্রকৃতি একটা ছন্দে বহমান। তবে তার ছন্দপতন হলে সবচে ক্ষতি যে মানুষের ই হবে, সেটা কি তারা জানে?

ইশি, ইকি, টুকি, তাহি, গুলু এই দ্বীপে বাস করা পাঁচ বন্ধু। যারা মানুষের দয়াতে বাঁচতে চায়, তবে এই দ্বীপে বাস করা কিংবা ঘুরতে আসা মানুষগুলো কেমন যেন, শুধু নিজের কথা ভাবে। নিজের পছন্দের মানু্ষ ছাড়া অন্য মানুষও তাদের কাছে মূল্যহীন। সেখানে সৃষ্টির বাকি প্রাণগুলোও যে তার কাছে মূল্যহীন হবে সেটা স্বাভাবিক।

ওদের পাঁচ বন্ধু কেবল চা দোকানী জাকিরকেই ভালোমানুষ বলতে রাজি। বাকি মানুষদেরকে নিয়ে ওদের অনেক অভিযোগ।  মানুষ উপন্যাসে ভিন্ন চোখে এসব মানুষের গল্প ই বলা হয়েছে। বই ও পশুপাখি প্রেমীদের কাছে এ এক ভিন্ন স্বাদের গল্প।


আপনারা যে গল্পগুলো পড়েন সেগুলোতে চরিত্রগুলো মানুষ থাকে। ভাবুন তো, একটা গল্প, যেখানে সব চরিত্রগুলো অন্য কোনো প্রাণী। তারা মানুষের সাথে বসবাস করে, মানুষকে নিয়ে গল্প করে। মানুষের কাছে মানুষ সৃষ্টির সেরা জীব। মানুষ সেটাই দাবী করে। তবে সেই প্রাণীদের চোখে মানুষ আসলে কেমন? মানুষ নিজের দোষ নিজে বোঝে না, নিজের ভুল ধরা দেয় না। তবে এই প্রাণীরা মানুষের কার্যক্রম দেখে, হাসে, হতাশ হয়। মানুষ সৃষ্টির সেরা বহুরূপী প্রাণী।

শাহরিয়ার সোহাগ এর নতুন উপন্যাস "মানুষ"ভিন্ন চোখে মানুষের গল্প। অর্ডার করতে 01745676929 নাম্বারে আপনার নাম, ঠিকানা, কনটাক্ট নাম্বার লিখে ক্ষুদেবার্তা পাঠান।

No comments

Powered by Blogger.