হয়তো একদিন হারিয়ে যাবো দুজনই || শাহরিয়ার সোহাগ
হয়তো একদিন হারিয়ে যাবো দুজনই।
তবুও, এখন, এখনকার সময়গুলো-
স্মৃতিতে আটকে থাকুক।
হারানোর আগে-
মনে রাখার মত একটা সময় কাটুক আমাদের।
সেখানে আমাদের গল্প, কবিতা, আড্ডা,
প্রেমের স্মৃতিরোমান্থন হোক।
ভরসা দিতে পারি,
আমাদের সময়টা সুন্দর হবে।
যদি তুমি সুন্দর ভাবে উপভোগ্য করতে-
মনস্তাত্ত্বিক প্রস্তুতি নিয়ে আসো।
তবে এই সময় তুমি কখনো ভুলতে পারবে না। কখনো না।
No comments