Header Ads

হয়তো একদিন হারিয়ে যাবো দুজনই || শাহরিয়ার সোহাগ

হয়তো একদিন হারিয়ে যাবো দুজনই, শাহরিয়ার সোহাগ, Shahriar Sohag, Golpota, poem by Shahriar Sohag  bangla poem collection, bangla poem about birthday,


হয়তো একদিন হারিয়ে যাবো দুজনই।

তবুও, এখন, এখনকার সময়গুলো-

স্মৃতিতে আটকে থাকুক।

হারানোর আগে-

মনে রাখার মত একটা সময় কাটুক আমাদের।

সেখানে আমাদের গল্প, কবিতা, আড্ডা,

প্রেমের স্মৃতিরোমান্থন হোক।

ভরসা দিতে পারি, 

আমাদের সময়টা সুন্দর হবে।

যদি তুমি সুন্দর ভাবে উপভোগ্য করতে-

মনস্তাত্ত্বিক প্রস্তুতি নিয়ে আসো।

তবে এই সময় তুমি কখনো ভুলতে পারবে না। কখনো না।


No comments

Powered by Blogger.