একদিন || শাহরিয়ার সোহাগ
একদিন || শাহরিয়ার সোহাগ
একদিন হোক এককাপ চা, কি আর হবে তাতে,
না হয় উঠবে কাপের ঝড়, কথার বৃষ্টি দুজনাতে।
তারপর?
তারপর আমার সেই তো হারিয়ে যাবো দুজনে,
আবার দেখা হবে বলে বিদায় নিয়েও,
হবে না দেখা। কথা, সেটাও বড্ড প্রয়োজনে।
তারপরও দেখা হোক আমাদের, এই তল্লাটে..
No comments