ঈন্দ্রাণী আজ || শাহরিয়ার সোহাগ || Indrani aj || poem by Shahriar Sohag
ঈন্দ্রাণী আজ তার সবটা জুড়ে নীলে সেজেছে।
কপালের মমাঝখানে ছোট্ট একটা টিপ।
হাত ভরা নীল চুড়ি নীল কানের দুল আর নীল শাড়ী।
নীলের মধ্যে ব্লাউজের দৃশ্যমান অংশটা সাদা,
যেন আকাশের বুকে এক টুকরো মেঘ, সাদা মেঘ।
ঈন্দ্রাণী কে কি নামে ডাকা যায়?
রুপা? না, সে তো হিমুর।
নীলাঞ্জনা, নীলাম্বরী এগুলোতো পরিচিত নাম।
তাকে না হয় নীল পদ্য নামেই ডাকা হোক,
কিংবা নীলকন্ঠ পাখি। অথবা -
পদ্ম আর পাখি দুটো মিলে ঈন্দ্রাণী নতুন কোন সৃষ্টি।
ফুলের মত শুভ্রতা আর পাখির মত-
উড়নচণ্ডী নির্ভেজাল একটা মন।
ইন্দ্রানী আজ প্রেমিকের পছন্দের নীল রঙে-
নিজেকে মুড়িয়ে এনেছে। যেন-
নীল মোড়কটা খুলতেই ইন্দ্রানী একটা হাওয়াই মিঠা।
খেতে গেলে ঠোঁটে লাগে, হাতে লাগে।
ঈষৎ চ্যাটপ্যাট করে তবে তার মিষ্টতায় বাঁধ মানে না।
মুখ কিংবা হাতের ছোঁয়াতেই একটা প্রেম নিবেদন করে, হারিয়ে যায়।
রেখে যায় অতৃপ্ত স্বাদ।
No comments