কথা বলার মানুষ | শাহরিয়ার সোহাগ | poem by Shahriar Sohag
নিজের সবটা উজাড় করে দিয়ে
নিজের সবটা বলার মত একজন বন্ধু খুব দরকার।
যার কাছে নিঃসংকোচে জমা থাকবে -
আমার যত আবেগ, প্রেম, অনুভূতি আর কথা।
এমন মানুষটা সত্যিই চাই।
পকরপকর করে খাওয়া যাবে যার মাথা।
যাকে বিশ্বাস করে কমানো যাবে নিজের মনের ব্যাথা।
আমি সত্যিই এমন একজন বন্ধু চাই।
কথা বলার মত বন্ধু।
চারপাশে এত মানুষ তবু, এমন মানুষটা পাওয়া যায় না।
পৃথিবীর নিরানব্বইভাগ মানুষই-
কথা নিজের মধ্যে রাখার অসুখে ভোগে।
আমি তাদেরই দলে।
পাইনা, কথা বলার মানুষ পাই না।
রাত১২.১৩ | ২২-৪-২২ | মোহাম্মদপুর, ঢাকা।
No comments