তোমার জন্য প্রতিনিয়ত নিজেকে উপযুক্ত করি।
তবে সেটা যদি তুমিই না বোঝো বালিকা,
আমার সব চেষ্টা তো বৃথা হবে।
বেলা শেষে যোগ্য হয়ে আমি যখন-
তোমার বাড়ির গেটে,
দেখবো তুমি বউয়ের সাজে,
যাচ্ছো অন্যের সাথে হেটে।
সেদিনই তোমার বিয়ে হল।
নিজেকে যোগ্য প্রমাণের নেশায়,
কখনো তোমায় বলা হয় নি তুমি আমার আসক্তি।
No comments