Header Ads

যদি বলি | শাহরিয়ার সোহাগ | poem by Shahriar Sohag

যদি বলি, Shahriar Sohag, শাহরিয়ার সোহাগ, romantic bangla poem, bangla poem for love, small bangla poem, short bangla poem, bangla poem collection, ban

যদি বলি ঘুরবে আমার সাথে এই শহরে?

হাত ধরে বা না ধরে, রিক্সায় কিংবা হেটে,

গল্পে আড্ডায় দুষ্টুমিতে একাকার হোক,

অন্তত একটা দিন।

অল্প দিনের জীবনে কয়েকটা দিন সুন্দর কাটুক আমাদের।

তোমায় ছুঁয়ে হাটার এই প্রার্থনায়,

তোমার মুখে হাসি থাকবে?

নাকি অনাপত্তি থাকবে।


No comments

Powered by Blogger.