বিশ্বাসী | শাহরিয়ার সোহাগ | poem by Shahriar Sohag
বিশ্বাসী মানুষের বড্ড অভাব, অবিশ্বাসী এই শহরে,
এই শহরে সবাই ভালো, তবে অন্য চেহারা মুখোশের আড়ালে
আমরা বিশ্বাস করতে চাই,
তবে আমাদের পুরোনো অভিজ্ঞতা আমাদের বেঁধে ফেলে।
ভয় পাই। নিজের গল্পগুলো নিজের মধ্যে বন্দি রাখি।
আমাদের ক্ষতিটা আমরাই করি।
দেরিতে হলেও আমরা বুঝি -
আমাদের গল্প গুলো কাউকে বললে মনটা শান্তি পেত। তবে কাকে বলবো? কে শুনবে?
সে কতটুকুই বিশ্বাস রাখবে?
এসব ভাবতে ভাবতে আরো গল্প জমা পড়ে যায় নিজের মনের জেলখানায়।
No comments