তৃষ্ণা || শাহরিয়ার সোহাগ || Trisna || A Novel by Shahriar Sohag
যেদিন আমায় প্রেমের তৃষ্ণা ঘিরে ধরবে,
হুট করে তোমায নিয়ে রিক্সায় ঘুরতে বের হবো,
হুট তোলা রিক্সায় বিকালের শহরে-
তোমায় চুমু খাবো ব্যস্ত শহুরে চোখগুলো ফাঁকি দিয়ে।
তোমার শাড়ীর সাথে রং মিলিয়ে পাঞ্জাবি পরবো,
আঙুলের ফাঁকে আঙুল রাখবো,
কখনো আবার গাল টেনে লাল করে দেবো।
কিংবা তোমার চুলে মুখ গুজে প্রেমে ডুবে যাবো।
তোমায় খুব কাছ থেকে ছুঁয়ে,
তৃষ্ণা মেটাবো কয়েক জনমের।
ঠোঁট আর বুক হবে আমার প্রেমের বাহন,
আমি প্রেমের একটা উপাখ্যান লিখবো।
সকাল ৮.১৫। ৩১-১-২০। ধানমন্ডি ৯, ঢাকা
No comments