অধরা || শাহরিয়ার সোহাগ || Adhora || A Poem by Shahriar Sohag
এই শহরেও রাতের পর ভোর হয়,
নিয়ম করে সন্ধ্যা হয়।
বালিকার মুখেও হাসি ফোটে,
বালিকা খোলাচুলে শহরের কোন এক ছাদে দাঁড়িয়ে,
কফির মগ হাতে আকাশ দেখে।
শহরের কোন এক ফুটপাতে দাঁড়িয়ে,
আমি তোমার কফির মগে চুমুক দেখি।
কল্পনাতে তুমি আমার।
বাস্তবে তুমি আমার এই-
ছোট কপালের জন্য নও।
তুমি হয়ত চুল পড়ে যাওয়া-
কোনো বড় কপালের বড়লোকের জন্য সৃষ্টি।



No comments