এই উপন্যাসে পাঠক তার পছন্দের কোনো চরিত্রে ভর করে ঘুরে আসতে পারবেন আন্দোলনের সেই ভয়াবহ দিনগুলো থেকে
শুক্রবার। গত কয়েকদিনের তুলনায় আজকে সূর্যের তাপ একটু বেশি বেশি। তবে সেটা কারো কাছে বাঁধা হয়ে উঠতে পারেনি। জুম্মার নামাজের পর থেকেই শাহবাগের উদ্দেশ্যে ছাত্র জনতার মিছিল আসতে শুরু করেছে। বয়স, পেশার গন্ডি ভেঙে ছেলে মেয়ে সবাই যেন আজ শিকলভাঙার গান গাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। শাহবাগে আজ যে জনসমুদ্র হতে চলেছে তা একদিনের ফসল না। বছরের পর বছর ধরে মাটির প্রবাহে তা যেমন পাথরে রূপ নেয়, এই মানুষগুলোও ঠিক যেন সেই এক এক টুকরো পাথর।
আগে থেকেই মানুষের মনে আগুন জ্বলছিল। রাতের অধারে ভোট দুর্নীতি করে অবৈধ দুর্নীতিগ্রস্থ সরকার, পন্যের বাড়তি দাম,ক্রমবর্ধমান কতৃত্ববাদী শাসন, হাসিনা সরকারের আশির্বাদপুষ্ট আমলা ও সরকার দলের রাজনীতিকদের সীমাহীন অপরাধ, কেলেঙ্কারিতে জনগন দীর্ঘদিন ধরে অতীষ্ঠ হলেও মুখ বুঝে সহ্য করে আসলেও এই আন্দোলের মাধ্যমে ক্ষোভ প্রকাশের সুযোগ পায় মানুষ। তাই দেশের আনাচে কানাচে অল্প সময়েরই পৌঁছে যায় আন্দোলনের দাবানল।!
আরব বসন্তের মূল ভূমিকায় ছিল তরুণেরা, ছাত্ররা। মূল পরিবর্তনকামীও ছিল তারা। আরব দেশগুলোতে রাজনৈতিক, অর্থনৈতিক আর সামাজিক পরিবর্তনের দাবিতে রাস্তায় নেমেছিল হাজার হাজার সাধারন মানুষ, সরকারের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠেছিল প্রতিটা শহরে। সরকারের ব্যাপক নিপীড়ন আর সরকারি বাহিনীর একের পর এক হামলা সত্ত্বেও গণ-আন্দোলন অব্যাহত থাকে, এগিয়ে যেতে থাকে বিপ্লব। সে পথেই কি তবে এগোচ্ছে বাংলাদেশের আন্দোলন? কোনোভাবেই তো দাবিয়ে রাখা যাচ্ছে না এই তরুণদের। ওদের যেন সারা গা ভর্তি কলিজা। চলমান এই বিক্ষোভ, আন্দোলন পুরো দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। রাজপথে অধিকারের দাবিতে আওয়াজ তুলেছে সাধারণ মানুষ। ক্ষমতাসীন দল ও আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে একেকটা শিক্ষার্থী হয়ে উঠেছে যেন জ্বলন্ত টাইম বোমা। এখন কেবল বিস্ফোরণের অপেক্ষা।
২০২৪ সালের গণ অভ্যুত্থানের অভিজ্ঞতা, আহত ও শহিদ আন্দোলনকারীদের স্মরণে ও সম্মানে আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে লেখা আমার এই উপন্যাসে পাঠক তার পছন্দের কোনো চরিত্রে ভর করে ঘুরে আসতে পারবেন আন্দোলনের সেই ভয়াবহ দিনগুলো থেকে।
বাংলা বসন্ত বইটি পাওয়া যাচ্ছে এশিয়া পাবলিকেশনসের ৫৬১-৫৬২-৫৬৩-৫৬৪ নং স্টলে।
অনলাইনে অর্ডার করতে এই পেজের ইনবক্সে অথবা 01745676929 নাম্বারে আপনার নাম, কন্টাক্ট নাম্বার, ঠিকানা পাঠান। আমাদের বিক্রয় প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবে।
No comments