Header Ads

শাহরিয়ার সোহাগ || Shahriar Sohag

শাহরিয়ার সোহাগ, poem by Shahriar sohag, bangla poem pic, bangla poem, bangla poem pic, bangla poem collection

শাহরিয়ার সোহাগ এর জন্ম ১৯৯৬ সালের ১৭ সেপ্টেম্বর যশোর জেলার চৌগাছা উপজেলাতে, তৎকালীন উত্তরণ সিনেমা হলের সামনে এক ভাড়া বাসাতে। পিতা মো সোলায়মান হোসেন। মা রাশিদা খাতুন উপজেলার কয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা। দুই ভাইবোনের মধ্যে সোহাগ ছোট। বড় বোনের নাম সোনালী।

শৈশব : শাহরিয়ার সোহাগ এর শৈশব কেটেছে উপজেলা শহরের ভাড়া বাসাতেই। তার বাবা অনত্র বিয়ে করে আলাদা থাকাতে সোহাগ ও তার বোন নিয়ে তার স্কুল শিক্ষিকা মা একাই থাকতেন। দুই ভাইবোনের লেখাপড়া ভরণপোষণ তিনি একাই করতেন। বাবার সাথে সোহাগ এর কোনো স্সৃতি নেই। তিনি সোহাগ ও তার মা বোনের কোনো খোঁজ নেন না।

পড়াশোনা : ছোটবেলা থেকেই শাহরিয়ার সোহাগ তার মায়ের সাথে তার স্কুলে যাওয়া আসা করতেন। তার পড়াশোনার হাতেখড়ি তার স্কুল শিক্ষিকা মায়ের কাছেই।  প্রথম স্কুল বেলা প্রি ক্যাডেট স্কুল। সেখানে কিছুদিন পড়াশোনা করে ভর্তি হন মায়ের স্কুলেই। আসা যাওয়া করতেন মায়ের সাথেই। কয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণী শেষ করে ভর্তি হন চৌগাছা শাহাদৎ পাইলট হাইস্কুলে। ক্লাস এইটের অর্ধেক পর্যন্ত সেখানেই ছিলেন। তারপর স্কুল বদলে ভর্তি হন চৌগাছা হাজী সর্দার মর্তজআলী মাধ্যমিক বিদ্যালয়ে। সেখান থেকেই এসএসসি সম্পন্ন করেন। স্কুল জীবন শেষ করে ঢাকা মুন্সিগঞ্জের প্রেসিডেন্ট প্রোফেসর ড. ইয়াজউদ্দীন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে।  সেখান থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পাশ করে বাংলাদেশের সবচে পুরানো ও ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ ঢাকা কলেজ থেকে ইতিহাস বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।

কর্মজীবন : অভিজ্ঞতা অর্জনের নিমিত্তে শাহরিয়ার সোহাগ বিভিন্ন সময়ে বিভিন্ন কাজ করেছেন। সাংবাদিকতা করলেও লেখালেখি আর ফটোগ্রাফিতে বেশি জনপ্রিয়তা পেয়েছেন। পরিচিতি পেয়েছেন টিভি ও মঞ্চো নাটক লিখে, অভিনয় করে। এছাড়া নিয়মিত বায়োগ্রাফি রিসার্সের কাজ করছেন।

শাহরিয়ার সোহাগ এর প্রকাশিত বই সমূহ :

১. অসমাপ্ত বন্ধুত্ব (প্রথম প্রকাশ ২০১৪)

২. চেনা বন্ধু অচেনা পথ (প্রথম প্রকাশ ২০১৫)

৩. হলুদ বাতির হাসি (প্রথম প্রকাশ ২০১৬)

৪. আমার শহরে তোমার গল্প (প্রথম প্রকাশ ২০১৮)

৫. লেখিকা (প্রথম প্রকাশ ২০১৯)

৬. লংজার্নি (প্রথম প্রকাশ ২০২০)

৭. প্রিয়ন্তিকা (প্রথম প্রকাশ ২০২১)

৮. লিভটুগেদার (প্রথম প্রকাশ ২০২১)

৯. আবিদা (প্রথম প্রকাশ ২০২২)

১০. চুড়িহাট্টা মোড় (প্রথম প্রকাশ ২০২২)

১১. প্রাক্তন (প্রথম প্রকাশ ২০২৩)

১২. মানুষ (প্রথম প্রকাশ ২০২৪)

১৩. বাংলা বসন্ত (প্রথম প্রকাশ ২০২৫)


২০২৪ সালের গণঅভ্যুত্থানে বীর শহিদ ও অকুতোভয় আন্দোলনকারীদের স্মরণে ও সম্মানে আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে শাহরিয়ার সোহাগ এর নতুন উপন্যাস বাংলা বসন্ত




শাহরিয়ার সোহাগ এর লেখা টিভি নাটক সমূহ :

১. তবুও তোমাকে চাই

২. এবং ভালোবাসা

৩. ডিমান্ডিং গার্লফ্রেন্ড

৪. মানিক

৫. গায়ে হলুদ

৬. গুলশানের পোলা, বংশালের মাইয়া

৭. ব্লাকমেইল

৮. ভিটামিন সী

৯. ভালোবাসায় রাখি তোমায়

১০. নুডুলস

১১. বেপরোয়া প্রেম


শাহরিয়ার সোহাগ অভিনীত নাটক সমূহ :

১. লেডি কিলার

২. লেডি কিলার ২

৩. ভিউ বাবা

৪. এ্যারেন্জ ম্যারেজ

৫. ম্যাড ম্যান

৬. ডাক হিরো

৭. ফাতরা

৮. তবুও জীবন

৯. মানিক

১০. এবং ভালোবাসা

১১. দ্যা টিচার

১২. ন্যাপকিন

১৩. বাপ দ্যা বস

১৪. বাদলা

১৫. কারারুদ্ধ  


পারিবারিক জীবন : ২০২১ সালের ২৮ মে ব্যক্তিগত পছন্দ ও পারিবারিক সিদ্ধান্তে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শাহরিয়ার সোহাগ। তার সহধর্মিণী ডা. আবিদা সুলতানা একজন স্ত্রিরোগ বিশেষজ্ঞ। ঢাকার একটি বেসরকারি মেডিকেল কলেজে কর্মরত থাকার পাশাপাশি আরেকটি বেসরকারি হাসপাতালে নিয়মিত রোগী দেখেন। শাহরিয়ার সোহাগের পদাঙ্ক অনুসরণ করেই পরবর্তীতে ডা. আবিদা সুলতানা লেখালেখি চর্চাতেও মনোনিবেশ করেন। তাদের পরিবারে আল্লাহর দেওয়া সবচে বড় উপহার  ফারিস্তা নামে একটা জান্নাতের ফুল আছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম : 

দাতব্য : ব্যক্তিগত উপার্জনের একটা নির্দিষ্ট অংশ আবিদা-সোহাগ দম্পতী দাতব্য ও ধর্মীয় কাজে খরচ করেন। এর মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে দূর্যোগকালীন সহায়তা, ধর্মীয় জ্ঞান প্রচার, প্রসার, শীতবস্ত্র ইত্যাদি বেশ কিছু কার্যক্রম করেছে। তবে ঠিক পরিমাণ অর্থ সহায়তা করেন এবং এই সহায়তা কাদেরকে দেন সেসব ব্যাপার তারা গোপন রাখেন। বিশ্বস্ত ও নির্দিষ্ট কিছু হাতের মাধ্যমে এই সহায়তাগুলো করা হয়।

No comments

Powered by Blogger.