তৃষ্ণা ২ || শাহরিয়ার সোহাগ || A Poem by Shahriar Sohag
তোমাকে জড়িয়ে রাখার তীব্র তৃষ্ণা চেপেছে আমার মস্তিষ্কে।
অল্প সুযোগে হাত ধরে রাখি।
হাত ঘামলে হাত বদলাই। তোমাকে ছাড়ি না।
তোমায় জড়িয়ে থাকাতে প্রেম পাই।
তোমার ঘ্রাণে মুগ্ধতা পাই,
গল্প আড্ডায় প্রশান্তি পাই।
সেই সময়টা যেন জগৎ বিচ্ছিন্ন হয়ে তোমাকে-
ছুঁয়ে থাকার সময়টা উপভোগ করি সর্বচ্চো মোহে।
আয়োজনে ত্রুটি নেই, আদরে ঘাটতি নেই।
আমাদের দুজনের যে নির্দিষ্ট সময়,
সেটার পুরোটা উপভোগে কৃপণতা নেই আমাদের।
যে সময় যায়, তা তো ফেরে না।
স্মৃতিরাও ওড়ে, মাঝে মাঝে দৃশ্যমান হয়ে-
প্রশান্তি দেয়, মনে প্রেম জাগায়।
এই লোভেই তোমার হাত ধরি,
পাশে বসিয়ে শক্ত করে জাপটে ধরি প্রেমে।
চুমু খাই আদরে আদরে।
রাত ১.৪০। ৯-৩-২৫
স্বপ্ন ধারা হাউজিং, ঢাকা


No comments