Header Ads

দেশভাগ থেকে পহেলগাম, এ পর্যন্ত ভারত-পাকিস্তানের যত উত্তেজনা || শাহরিয়ার সোহাগ

ইতিহাস থেকে ২০২৫ সালের পহেলগাম হামলা, এ পর্যন্ত ভারত-পাকিস্তানের যত উত্তেজনা, Shahriar Sohag, শাহরিয়ার সোহাগ, romantic bangla poem, bangla poem for l

এই সময়ের সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে ভারত-পাকিস্তান উত্তেজনা। এই দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বিরোধের মূল সূত্রপাত ঘটে ১৯৪৭ সালের ১৫ আগস্ট, যখন ব্রিটিশ শাসনের অবসানে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। স্বাধীনতার পর থেকেই দুই দেশের মধ্যে একাধিক যুদ্ধ সংঘটিত হয়েছে, যার অধিকাংশই কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে।


১৯৪৭-৪৮ : প্রথম ভারত-পাকিস্তান যুদ্ধ বা কাশ্মীর যুদ্ধ

১৯৪৭-৪৮ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে প্রথম যুদ্ধ সংঘটিত হয়, যা ইতিহাসে কাশ্মীর যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধের প্রধান কারণ ছিল কাশ্মীর অঞ্চল নিয়ে বিরোধ। জাতিসংঘের মধ্যস্থতায় ওই সময়ে যুদ্ধবিরতি হয় এবং এর ফলে জম্মু ও কাশ্মীর রাজ্য ভারত ও পাকিস্তানের মধ্যে বিভক্ত হয়। ভারত নিয়ন্ত্রণে নেয় জম্মু ও কাশ্মীরের একটি অংশ এবং পাকিস্তান নিয়ন্ত্রণে নেয় আজাদ কাশ্মীর ও গিলগিত-বালতিস্তান।


১৯৬৫ : কচ্ছ যুদ্ধ

ভারত-পাকিস্তান দ্বন্দ্বের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল কচ্ছ যুদ্ধ। ১৯৫৬ সালে দ্বন্দ্বের সূচনা হলেও ১৯৬৫ সালের জানুয়ারিতে পাকিস্তানি সীমান্তরক্ষীরা ভারত-নিয়ন্ত্রিত এলাকায় ঢুকে পড়ে। ৮ এপ্রিল উভয় পক্ষই কচ্ছ অঞ্চলে একে অপরের সীমান্ত চৌকিতে হামলা চালায়। প্রথমে সীমান্তরক্ষীরা সংঘর্ষে জড়ালেও পরে সেনাবাহিনীও যুক্ত হয়। ব্রিটিশ প্রধানমন্ত্রী হ্যারল্ড উইলসনের মধ্যস্থতায় ১৯৬৫ সালের জুনে যুদ্ধ থামে এবং পরে একটি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠিত হয়। এই ট্রাইব্যুনালের রায়ে পাকিস্তান ৩,৫০০ বর্গ কিলোমিটারের মধ্যে ৩৫০ বর্গ কিলোমিটার ভূমি লাভ করে।


১৯৯৯ : কার্গিল যুদ্ধ

কার্গিল যুদ্ধ ১৯৯৯ সালের মে থেকে জুলাই মাসে ঘটে। কাশ্মীরের কার্গিল জেলায় পাকিস্তানি সেনাবাহিনী ও কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদীরা নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে ভারতের ভূখণ্ডে প্রবেশ করলে যুদ্ধ শুরু হয়। পাকিস্তান সরকার যুদ্ধের দায় কাশ্মীরি জঙ্গিদের ওপর চাপালেও প্রমাণিত হয় পাকিস্তানের আধাসামরিক বাহিনীও সরাসরি জড়িত ছিল। আন্তর্জাতিক কূটনৈতিক চাপের মুখে পাকিস্তানকে সেনা প্রত্যাহারে বাধ্য করা হয়।


২০১৯ : পুলওয়ামা সংকট

পুলওয়ামা হামলা ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি ঘটে, যেখানে পাকিস্তানি জঙ্গিদের আত্মঘাতী হামলায় ৪০ জন ভারতীয় সেনা নিহত হন। এই ঘটনার জবাবে ভারত সীমান্ত পেরিয়ে সন্ত্রাসীদের ঘাঁটিতে বিমান হামলা চালায়। এর ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছে।

২০২৫ : পহেলগাম হামলা

সবশেষ উত্তেজনার সূত্রপাত হয় ২০২৫ সালের ৭ মে, যখন ভারত শাসিত কাশ্মীরের পহেলগাম এলাকায় ২৬ জন পর্যটক নিহত হন। ভারত এই ঘটনার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করে এবং পাল্টা বিমান হামলা চালায়। পাকিস্তানের দাবি অনুযায়ী, এই হামলায় ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে এবং পাকিস্তানের অভ্যন্তরে ২৬ জন নিহত হয়েছেন। এর ফলে দুই দেশের মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধের সম্ভাবনা আরও প্রবল হয়ে উঠেছে।

ভারত-পাকিস্তান সম্পর্ক বরাবরই উত্তপ্ত ও জটিল। কাশ্মীরকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধ আজও একইভাবে বর্তমান। সাম্প্রতিক পহেলগাম হামলা প্রমাণ করে, দুই দেশের মধ্যে শান্তি চুক্তি কিংবা কূটনৈতিক আলোচনা যতই চলুক না কেন, বাস্তবতায় এই উত্তেজনা এখনো মেটেনি।


No comments

Powered by Blogger.