Header Ads

খামেনির এমন ইরান কেউ দেখেনি আগে || শাহরিয়ার সোহাগ

খামেনির এমন ইরান কেউ দেখেনি আগে, Shahriar Sohag, শাহরিয়ার সোহাগ, romantic bangla poem, bangla poem for love, small bangla poem, sh

‘প্রয়োজনে ৬০০ ক্ষেপণাস্ত্র একসাথে ছুড়বে ইরান’—এমনই কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (IRGC)-এর প্রধান মেজর জেনারেল হোসেইন সালামী। এ হুমকি শুধু কথার ফুলঝুরি নয়, বরং প্রয়োজনে বাস্তবেও তা করে দেখাতে প্রস্তুত তেহরান—এমন বার্তা দিতেই যেন গর্জে উঠলেন ইরানের সামরিক প্রধান।

১৩ মে  তেহরানে অনুষ্ঠিত এক সামরিক অনুষ্ঠানে জেনারেল সালামী বলেন, ‘গত এক বছরে ইরানের সামরিক শক্তি ১০ গুণ বৃদ্ধি পেয়েছে। জাতীয় মর্যাদার প্রশ্নে আমরা কোনো আপোষ করি না। হুথিদের একটি মিসাইলই যেখানে ঠেকাতে পারেনি ইসরায়েল, তারা কীভাবে ৬০০ মিসাইল সামলাবে?’

সালামীর বক্তব্য এমন এক সময়ে এসেছে, যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে, এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবে দাঁড়িয়ে ইরানকে একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন।

ট্রাম্প বলেন, ‘ইরানকে এখনই ঠিক করতে হবে তারা শান্তি চায়, নাকি পারমাণবিক অস্ত্র। যদি কর্মসূচি বন্ধ না করে, তাহলে আমরা ‘ম্যাসিভ প্রেসার’ প্রয়োগ করব—রপ্তানি শূন্যে নামিয়ে আনা হবে। প্রয়োজনে এমন ব্যবস্থা নেওয়া হবে যাতে ইরান কোনোদিন পারমাণবিক শক্তি না হতে পারে।’

ট্রাম্পের এমন বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক জন মিয়ারশেইমার। ইরানের সরকারি আন্তর্জাতিক সম্প্রচার রেডিও নেটওয়ার্ক পার্স টুডে’কে দেওয়া এক সাক্ষাৎকারে শিকাগো বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক বলেন, ‘ইরানকে নিয়ে ট্রাম্পের এ ধরনের বক্তব্য একধরনের রাজনৈতিক বোকামি। বাস্তবতা হলো, ইরান এখন আর আগের মতো নয়। তাদের সামনে পুরনো হুমকি আর কার্যকর নয়।’

মিয়ারশেইমারের মতে, আমেরিকার সামনে এখন দুটি পথ—চুক্তি নয়তো যুদ্ধ। তবে ট্রাম্প যুদ্ধ চান না। আর যদি যুদ্ধ চান, তবে তা হবে মারাত্মক ভুল। ইরানের সঙ্গে সংঘাতে মধ্যপ্রাচ্যসহ বিশ্ব অর্থনীতি ও নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়বে

No comments

Powered by Blogger.