Header Ads

ইতিহাসের আলোকে বিশ্বের সবচেয়ে পুরনো দেশ কোনটি || শাহরিয়ার সোহাগ

ইতিহাসের আলোকে বিশ্বের সবচেয়ে পুরনো দেশ কোনটি, Shahriar Sohag, শাহরিয়ার সোহাগ, romantic bangla poem, bangla poem for love, small bangla poem,

কতগুলি দেশ আছে বিশ্বে ?

বিশ্বে মোট ১৯৫টি দেশ রয়েছে, যার মধ্যে ১৯৩টি রাষ্ট্র সঙ্ঘের সদস্য। কিন্তু এই দেশগুলোর মধ্যে কোনটি সবচেয়ে প্রাচীন—এই প্রশ্নই ঘুরে ফিরে আসে ইতিহাসপ্রেমীদের মনে। চিন, ইটালি, ভারত, মিশর, গ্রীস, রোম ইতিহাস সমৃদ্ধ দেশ হলেও, পৃথিবীর প্রাচীন দেশ হিসাবে চিহ্নিত হয়েছে ইরান।


ইরানের ইতিহাস

খ্রিস্টপূর্ব ৬৭৮ সাল থেকেই বিশ্বজুড়ে ইরান বা পারস্যের প্রভাব লক্ষ্যনীয়। ইতিহাসের প্রভাবশালী শক্তি হিসাবে প্রসিদ্ধ ইরান। আজ আমরা যে ইসলামী প্রজাতন্ত্র ইরানকে জানি, তার বর্তমান সংবিধান ১৯৭৯ সালে প্রণয়ন করা হয়েছিল। ইতিহাসের প্রেক্ষিতে ইরান ২৬০০ বছরেরও বেশি পুরনো। এ কারণেই ইতিহাসবিদদের মতে, ইরানই পৃথিবীর প্রাচীন দেশ।


ইরানের ভৌগোলিক অবস্থান ও সভ্যতা

উত্তর-পশ্চিমে তুরস্ক, পশ্চিমে ইরাক, উত্তরে আজারবাইজান, আর্মেনিয়া, ক্যাস্পিয়ান সাগর এবং তুর্কমেনিস্তান, পূর্বে আফগানিস্তান, দক্ষিণ-পূর্বে পাকিস্তান, দক্ষিণে ওমান উপসাগর এবং পারস্য উপসাগর অবস্থিত। মানব সভ্যতা এখানে এক লক্ষ বছর ধরে বিদ্যমান।


২০২৪ সালের গণঅভ্যুত্থানে বীর শহিদ ও অকুতোভয় আন্দোলনকারীদের স্মরণে ও সম্মানে আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে শাহরিয়ার সোহাগ এর নতুন উপন্যাস বাংলা বসন্ত। অর্ডার করতে ক্লিক করুন

ইরানের প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্য

ইরানের সৌন্দর্য অসাধারণ। সুউচ্চ পাহাড়, মনোমুগ্ধকর বন, অনন্য ভূতাত্ত্বিক স্থান এবং বিস্তৃত মরুভূমি এই দেশকে করে তুলেছে অনন্য। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী ২৭টি স্থান রয়েছে ইরানে। এছাড়াও, পৃথিবীর প্রাচীন দেশ ইরান সাংস্কৃতিক ঐতিহ্যের দিক থেকেও বিশ্বে দশম স্থানে রয়েছে। পারস্য সাম্রাজ্য, বা আচেমেনিড সাম্রাজ্য নামে পরিচিত ছিল, যা প্রায় ৫৫৯ খ্রিস্টপূর্বাব্দ থেকে ৩৩১ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত স্থায়ী ছিল।


ইতিহাসের পাতা উল্টালেই বারবার উঠে আসে পারস্য তথা ইরানের নাম। তার হাজার বছরের পুরনো সভ্যতা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং ভৌগোলিক অবস্থানই প্রমাণ করে দেয়—ইরানই পৃথিবীর প্রাচীন দেশ। অতীতের আলোয় আজকের এই দেশের পরিচয় বিশ্ববাসীকে মুগ্ধ করে।

No comments

Powered by Blogger.