Header Ads

সংঘাত ভারত-পাকিস্তানে, প্রভাব সীমানা ছাড়িয়ে || শাহরিয়ার সোহাগ

সংঘাত ভারত-পাকিস্তানে, প্রভাব সীমানা ছাড়িয়ে , Shahriar Sohag, শাহরিয়ার সোহাগ, romantic bangla poem, bangla poem for love, small bangla poem, sh

ভারত-পকিস্তান যুদ্ধ পরিস্থিতি প্রলম্বিত হলে বাংলাদেশের অর্থনীতিতে তো বটেই, উপমহাদেশের অর্থনীতি, নিরাপত্তা ও রাজনীতিতেও নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক, সামরিক ও অর্থনৈতিক বিশ্লেষকরা। ভারত-পাকিস্তান পরিস্থিতি ‘গভীরভাবে পর্যবেক্ষণ' করছে বাংলাদেশ। দুই পক্ষকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে। দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা নিয়ে বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন। দুই দেশকে শান্ত ও সংযত থাকা এবং পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে এমন কোনো পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বানও জানিয়েছে বাংলাদেশ সরকার। আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা রক্ষায় কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে উত্তেজনা প্রশমিত হবে এবং শান্তি প্রতিষ্ঠিত হবে, যা এই অঞ্চলের জনগণের কল্যাণ বয়ে আনবে।


ভারত পাকিস্তান যুদ্ধে বাংলাদেশ কোনো পক্ষ নয়। তাই বাংলাদেশ নিরপেক্ষ অবস্থান বজায় রাখবে ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি প্রলম্বিত হলে বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষতি হবে ব্যবসা-বণিজ্যে। দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা না কমলে দক্ষিণ এশিয়া এবং বৈশ্বিক ভূরাজনীতিতেও এর প্রভাব পড়বে। এই অঞ্চলকে ঘিরে বিশ্বের শক্তিগুলো যদি সরাসরি অবস্থান নেয়, তাতে বাংলাদেশের জন্য আরো জটিলতা তৈরি হবে বলেও মনে করেন তারা। হয়তো ঢাকার রাস্তায় ভারত-পকিস্তান যুদ্ধের প্রতিক্রিয়া দেখাতে চাইবে কিছু মানুষ। কিছু ইসলামি দল মিছিল করতে পারে। কিন্তু দেশে অধিকাংশ সাধারণ মানুষ কোনো পক্ষ নেবে না বলেই আমার ধারণা। আর এখানে যারা এটা নিয়ে রাস্তায় প্রতিক্রিয়া দেখাতে চাইবে, তাদের সতর্কতার সাথে হ্যান্ডেল করতে হবে। আমরা কোনো যুদ্ধ চাই না। আমরা শন্তির পক্ষে। যুদ্ধ দীর্ঘায়িত হলে এখানেবৃহৎ শক্তির খেলা হওয়ার আশঙ্কা আছে। চীন একটি পক্ষ নেবে। যুক্তরাষ্ট্রও একটি পক্ষ নেবে। ইসরায়েল তো তার অবস্থান এরই মধ্যে প্রকাশ করেছে। ভারত ও পাকিস্তানও তখন চাইবে বাংলাদেশও তার অবস্থান প্রকাশ করুক। কিন্তু বাংলাদেশকে এসব ব্যাপারে খুবই স্ট্রিক্ট থাকতে হবে। কোনো পক্ষ নেওয়া যাবেনা।

আরও বড় যুদ্ধ শুরু হলে এখানে অস্ত্র বিক্রি হবে। দুই দেশের কাছেই অস্ত্র বিক্রি হবে। এখানে আমেরিকা অস্ত্র বিক্রি করবে, চীন করবে। ফলে এই অঞ্চল অস্থিতিশীল হয়ে উঠবে। সকালে দুই দেশের মধ্যে সংঘাতের খবরে বাংলাদেশের সাধারণ মানুষসহ সব মহলই তো এক ধরনের উদ্বেগ অনুভব করছে। এক ধরনের অস্থিরতা তো শুরুই হয়ে গেছে। তবে সবচেয়ে বেশি প্রভাব পড়বে অর্থনীতির ওপর। ওই দুই দেশের ওপর পড়বে, বাংলাদেশের ওপরও পড়বে।  


অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যে কেমন প্রভাব পড়তে পারে ?

এর দুই ধরনের অর্থনৈতিক প্রভাব আছে। বাংলাদেশের স্বাভাবিক ব্যবসা-বাণিজ্য ঝুঁকির মুখে পড়তে পারে। আমরা এখন পাকিস্তান থেকেও আমদানি বাড়িয়েছি। এখন জাহাজ চলাচল বিঘ্নিত হবে। এবং ভারতের সাথে যে বাণিজ্য আমাদের, তা প্রধানত স্থল ও জল পথে হয়ে থাকে। পাকিস্তান প্রতিশোধ নেবে বলেছে। এখন যদি তারা ভারতের গুজরাটসহ অর্থনৈতিক হাবগুলোতে হামলা চালায়, তাহলে ভারতের সথেও আমাদের বাণিজ্যে কিছুটা হলেও বাধা তৈরি হবে। আমাদের রপ্তানিও বাধার মুখে পড়তে পারে। আমরা দুই দেশ থেকেই শিল্পের কাঁচামাল আনি। বিশেষ করে, পোশাক এবং ওধুধ শিল্পের জন্য। ফলে এখানে  শিল্প উৎপদনের ওপরও প্রভাব পড়তে পারে।  

এরই মধ্যে কয়েকটি এয়ারলাইন্স তার রুট পাল্টেছে। এখানে বড় সমস্যা হবে আকাশ ও সমুদ্র পথ নিয়ে। সেটা যদি হয়, তাহলে কিন্তু অন্য দেশের সঙ্গেও বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের সংকটের আশঙ্কা আছে। বাংলাদেশের জন্য অনিশ্চয়তা তো বটেই, এরই মধ্যে এই অঞ্চলেই অনিশ্চয়তা ও আতঙ্ক তৈরি হয়ে গেছে। 

তৈরি পোশাক রপ্তানি বাধাগ্রস্ত হলে বাংলাদেশ সমস্যায় পড়বে। কারণ, পোশাক রপ্তানিতে লিড টাইম ৬০ দিন। এখন সমুদ্র, আকাশ পথ পরিবর্তন করতে হলে লিড টাইম তো বেড়ে যাবে। আমাদের এখনই এই বিষয়ে ভাবা উচিত, বলেন তিনি।

বাংলাদেশ তৈরি পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, ভারত-পকিস্তান যুদ্ধের প্রথম প্রভাব হলো মনস্তাত্বিক। সেই প্রভাব তো শুরু হয়ে গেছে। আমাদের পাশে দুইটি দেশে যুদ্ধ যদি প্রলম্বিত হয়, ব্যবসা-বাণিজ্যে তার প্রভাব পড়বে। অনেকেই হয়তো খেয়াল করে না, ভারতে কিন্তু তৈরি পোশাক রপ্তানি আমাদের কম নয়। আবার পাকিস্তানের সাথেও আমাদের ব্যবসা আছে। আমরা দুই দেশ থেকেই তুলা আনি, সুতা আনি। সেটা বাধার মুখে পড়লে আমাদের তৈরি পোশাক উৎপাদনও তো ক্ষতির মুখে পড়বে।

এই দুই দেশ ছাড়াও যদি আকাশ ও সমুদ্র পথে বাধা তৈরি হয়, তাহলে তো বিশ্বের অন্য দেশের সঙ্গে আমাদের সমস্যা হবে। আর ইউক্রেন যুদ্ধের মতো বিশ্বের শক্তিগুলো যদি এই যুদ্ধে জড়িয়ে পড়ে কোনোভাবে, তাহলে কী পরিস্থিতি হবে ভাবাই যায় না, বলেন তিনি।

আমাদের অর্থনীতি ও বাণিজ্যের ওপর কী কী প্রভাব পড়তে পারে তার হিসাব এখনো শুরু হয়নি। তবে সরকারের উচিত হবে এখনই  সব পক্ষকে নিয়ে বসে একটি আগাম হিসাব করা ও প্রস্তুতি নেয়া এবং একই সঙ্গে বিকল্পগুলোও ভেবে রাখা।


২০২৪ সালের গণঅভ্যুত্থানে বীর শহিদ ও অকুতোভয় আন্দোলনকারীদের স্মরণে ও সম্মানে আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে শাহরিয়ার সোহাগ এর নতুন উপন্যাস বাংলা বসন্ত। অর্ডার করতে ক্লিক করুন

প্রভাব পুরো দক্ষিণ এশিয়ায়

যুদ্ধ পরিস্থিতি দীর্ঘ হলে পুরো দক্ষিণ এশিয়ার ব্যবসা-বাণিজ্য, যোগাযোগ সব কিছুই ক্ষতিগ্রস্ত হবে। এই অঞ্চলে বিনিয়োগ করতেও বিনিয়োকারীরা সতর্ক হয়ে যাবে বলে মনে করেন তিনি। 

এটা দক্ষিণ এশিয়ার রাজনীতি এবং নিরাপত্তায়ও ব্যাপক প্রভাব ফেলবে। এখানে এখন যেটা হচ্ছে, সেটা হলো বিশেষ করে ভারত তার প্রভাব দেখাতে চাচ্ছে। কিন্তু বিশ্ব কাশ্মীরে হামলার প্রমাণ চাচ্ছে। সরাসরি ইসরায়েল ভারতের পক্ষে অবস্থান নিয়েছে। অন্যরা কিন্তু এখনো তাদের অবস্থান স্পষ্ট করছে না। তারা হামলার নিন্দা করছে। কিন্তু যুদ্ধ চলতে থাকলে অবস্থান স্পষ্ট হবে।

তখন স্টেট অ্যাক্টরের সঙ্গে নন-স্টেট অ্যাক্টররাও কাজ করবে। এই অঞ্চলের নিরাপত্তা, ভূ-রাজনীতির ছক বদলে যেতে পারে। বাংলাদেশেও তার প্রভাব পড়তে পারে, বলেন তিনি।

আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদের কথায়, আমার এখনো মনে হয় না এই যুদ্ধ আরো বড় হবে বা এটা খুব প্রলম্বিত হবে। কিন্তু যদি বড় হয়, তাহলে তার প্রভাব দক্ষিণ এশিয়ায় পড়বে, বাংলাদেশে পড়বে। এখন পর্যন্ত আমার মনে হয়েছে যুদ্ধের জন্য দুই দেশের নাগরিকদের যে প্রস্তুতি দরকার, সেটা নাই।

"আমার মনে হয়েছে ভারত যেহেতু বলছে কাশ্মিরে হামলায় পাকিস্তান জড়িত, তাই মোদির কিছু একটা করা দরকার ছিল তার দেশের মানুষকে দেখানোর জন্য। তাই একটা কিছু করেছে। যদিও ভারত এটাকে প্রিসিশন ষ্ট্রাইক বলছে। তারা বলছে, পাকিস্তানে জঙ্গিদের ঘর-বাড়ি ও আস্তানায় হামলা করা হয়েছে, কিন্তু পাকিস্তান সেটা মানছে না। তারা বলছে, জনবসতিতে হামলা হয়েছে। এখন এই টেকনোলজির যুগে সঠিক তথ্য থাকলে প্রিসিশন অ্যাটাক সম্ভব। এখন ভারতের হাতে সেই তথ্য আছে কিনা সেটাই বড় প্রশ্ন।”

এখন সমস্যা হলো, যদি বড় যুদ্ধ শুরু হয়, তাহলে ক্ষেপণাস্ত্র মারা হয়, দুই দেশই পরমাণু শক্তির দেশ। তখন তো পরিস্থিতি অনেক খারাপ হবে। বড় ক্ষতি হবে অর্থনীতির। সাপ্লাই চেইন বিপর্যস্ত হবে। বাংলাদেশসহ পুরো দক্ষিণ এশিয়ায় প্রভাব পড়বে। 

কাশ্মিরের প্রতি বাংলাদেশের মানুষের একটা সমর্থন আছে। যদি বড় যুদ্ধ হয়, তাহলে বাংলাদেশে প্রসেশন হতে পারে। তারপরও কাশ্মিরের বিষয়টা যেহেতু বাংলাদেশের বিষয় না, ফলে এখানে বড় আকারের কিছু হবে বলে মনে করছি না। তবে আমরা আশা করি, আমাদের সরকারের দিক থেকে যাতে এমন কিছু বলা না হয়, যাতে আমরা ঝামেলায় পড়ি।

তবে ভারত ও পাকিস্তানের মধ্যে কোনো সমঝোতার উদ্যোগ নেয়া বা  আলোচনার পরিবেশ তৈরি করার মতো সক্ষমতা বাংলাদেশের নাই। কারণ, আমরা কূটনীতিতে সেই দক্ষতা, পেশাদারিত্ব অর্জন করতে পারিনি। 

No comments

Powered by Blogger.