নিয়ন আলোর শহরে || শাহরিয়ার সোহাগ || A Poem by Shahriar Sohag
এই নিয়ন আলোর শহরে,আমি চলতে পথ আঁধারে,
খুঁজি আমি দুচোখ ভরে, কোথাও পাই না তোরে।
তুই আছিস জানি খুব ভালো,
হয়ে গেছিস বেশ গোছালো,
আমি খুজি তোর আলো,আমি তো আজো এলোমেলো।
আজো পড়ে কি তোর মনে,মধুর প্রেম খুব গোপনে,
আমি ফিরতে চাই সেই দিনে,হাঁটতে চাই তোর ভূবনে।
নিয়ন আলো আছে, আমি অন্ধকার,
দিবি না সুযোগ জানি ওই হাত ধরার,
হবি না জানি আমার হাসিতে একাকার,
সময় কি তাহলে সেই স্মৃতিগুলো হারাবার।



No comments